CV Ananda Bose on Sheikh Sahajahan: ‘বাংলায় আবার আইন-শৃঙ্খলার সূর্যোদয় হবে’, শাহজাহান গ্রেফতারের পর বোসের বার্তা

CV Ananda Bose on Sheikh Sahajahan: চলতি সপ্তাহের সোমবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস শাহজাহান ইস্যুতে রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব শাহজাহানকে গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। যদি গ্রেফতার না করা যায়, তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যকে কারণ দর্শানোর কড়া নির্দেশও দেন। 

CV Ananda Bose on Sheikh Sahajahan: 'বাংলায় আবার আইন-শৃঙ্খলার সূর্যোদয় হবে', শাহজাহান গ্রেফতারের পর বোসের বার্তা
শেখ শাহজাহানের গ্রেফতারিতে মুখ খুললেন রাজ্যপাল।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Feb 29, 2024 | 10:52 AM

কলকাতা: অবশেষে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। সন্দেশখালি থেকেই ধরা পড়েছে সেখানকার “বাঘ”। আর শাহজাহানের গ্রেফতারিতে খুশি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ দিন মুম্বই থেকে ফিরে তিনি বলেন, “প্রত্যেকের জন্য এটা একটা শিক্ষা।”

শাহজাহানের গ্রেফতারি নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যপাল। এ দিন মুম্বই থেকে কলকাতায় ফিরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আমি বলেছিলাম প্রত্যেক সুরঙ্গের শেষে আলো অপেক্ষা করে। এটাই হল গণতন্ত্র। আমরা অপেক্ষা করছিলাম। এটা প্রত্যেকের জন্যই একটা শিক্ষা। আশা করি বাংলায় আবার আইন-শৃঙ্খলার সূর্যোদয় হবে।”

প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস শাহজাহান ইস্যুতে রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব শাহজাহানকে গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। যদি গ্রেফতার না করা যায়, তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যকে কারণ দর্শানোর কড়া নির্দেশও দেন তিনি।

এদিন বসিরহাটের মিনাখাঁ থেকে শাহজাহানের গ্রেফতারির পর সাংবাদিক বৈঠক করেন এডিজি দক্ষিণবঙ্গ। তিনি বলেন, “সংবাদ মাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃতভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্টত বলতে চাই এটা ভুল, অপপ্রচার। আইনি বাধ্যবাধকতা ছিল। দিন দুয়েক আগে যখন আদালত বলে গ্রেফতারির উপর কোনও বিধি নিষেধ নেই, তারপর জোর কদমে আমরা তল্লাশি চালাই।”

জানা গিয়েছে, ২৮ ফেব্রুয়ারি রাতেই মিনাঁখার বামনপুকুর বাজার এলাকার খ্রিস্টানপাড়া থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। আজ তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।