Firecracker Factory: কালীপুজোর ৬ জায়গায় গ্রিন বাজি কারখানার ক্লাস্টার তৈরির গ্রিন সিগন্যাল! বাইবাসে আতসবাজির হাব
Firecracker in Kali Puja: ৬টা ক্লাস্টার মিলে ৪০ একর জমি মিলেছে বলে সূত্রের খবর। মোট ১৫ কোটি টাকা খরচ হবে। ক্লাস্টারগুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এ বছরে কালীপুজোর আগে মেলার সংখ্যা বাড়ানো হল।

কলকাতা: এগরায় বাজি কারখানা বিস্ফোরণের দু’বছর পরে ৬টি জায়গায় গ্রিন বা সবুজ বাজি কারখানার ক্লাস্টার তৈরির অনুমোদন দিল রাজ্য সরকার। শুক্রবার মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে বৈঠকে বসেন একাধিক দফতরের সচিব, জেলাশাসক, পুলিশ প্রশাসন এবং বাজি ব্যবসায়ী সংগঠনগুলি।
প্রাথমিকভাবে রাজ্য জুড়ে মোট ৬ টা ক্লাস্টার তৈরির সুপারিশ দেওয়া হয়েছে।য তালিকায় রয়েছে শিলিগুড়ি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পাঁশকুড়া, হাবরা, এবং হাওড়ার উদযনারায়ণপুর। যদিও ৩৬ জন ব্যবসায়ীর গ্রিন বাজি তৈরির লাইসেন্স থাকা সত্ত্বেও প্রথম ধাপে হুগলিতে কোনও ক্লাস্টার হচ্ছে না।
৬টা ক্লাস্টার মিলে ৪০ একর জমি মিলেছে বলে সূত্রের খবর। মোট ১৫ কোটি টাকা খরচ হবে। ক্লাস্টারগুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এ বছরে কালীপুজোর আগে মেলার সংখ্যা বাড়ানো হল। বড় বাজি মেলা হবে ৩৮টি। ছোট মেলা ১৩০টি। যাঁদের লাইসেন্স আছে তাঁরা ১০ দিনের মধ্যে অনুমতি পেয়ে যাবেন বাজি মেলায় অংশ নেওয়ার জন্য। একইসঙ্গে কলকাতার ইএম বাইপাসে আতসবাজির হাব হতে চলেছে বলেও জানা যাচ্ছে।
