Sodepur Accident: পুজোর মধ্যেই ভয়াবহ পথ দুর্ঘটনা সোদপুরের ফ্লাইওভারে, মৃত্যু ২ টোটো যাত্রীর, আহত ১
Sodepur Accident News: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মৃত দুই ব্যক্তিই অটোর মধ্যে ছিল। একইসঙ্গে দুর্ঘটনাতে একজন আহতও হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট সোদপুর ফ্লাইওভারে। ইতিমধ্যেই ঘাতক গাড়ি-সহ তিনজনকে আটক করেছে খড়দহ থানার পুলিশ।

সোদপুর: পঞ্চমীতে সোদপুর ফ্লাইওভারে বেসরকারি ব্যাঙ্কের গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মৃত দুই ব্যক্তিই অটোর মধ্যে ছিল। একইসঙ্গে দুর্ঘটনাতে একজন আহতও হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট সোদপুর ফ্লাইওভারে। ইতিমধ্যেই ঘাতক গাড়ি-সহ তিনজনকে আটক করেছে খড়দহ থানার পুলিশ।
এদিনই আবার কল্যাণীতেও ঘটে গিয়েছে মর্মান্তিক পথ দুর্ঘটনা। কল্যাণী থেকে ঠাকুর দেখে ফেরার পথে ঘটে যায় ভয়াবহ ঘটনা। একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। ঘটনাটি ঘটে করিমপুর কৃষ্ণনগর রাজ্য সড়কের তেহট্টে। স্থানীয় সূত্রে খবর, গাড়িতে মোট ৫ জন ছিলেন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও মৃত্যু হয় সুজিত বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তির। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকদিন আগেই ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী ছিল গোঘাটের খাটুলডাম্পারের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় একজনের। ঘটনায় গুরুতরভাবে জখম হন আরও ৫ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় আরামবাগ-কোতুলপুর ২ নম্বর রাজ্য সড়কের উপর। বে কিছুক্ষণ চলে পথ অবরোধ। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। পুলিশকে ঘিরেও চলতে থাকে বিক্ষোভ।
