Calcutta High Court: থুতু দিয়ে পৃষ্ঠা ওল্টাচ্ছিলেন স্বনামধন্য আইনজীবী, দেখতে পেয়েই বিচারপতি সিনহা কোর্টের মধ্যেই বললেন…
Kolkata: একটি মামলার শুনানি চলছিল হাইকোর্টে। বিচারপতি ছিলেন অমৃতা সিনহা। কোর্টরুম তখন নিঃস্তব্ধ। বিচারপতি বিভিন্ন নথি খতিয়ে দেখতে ব্যস্ত। অপরদিকে, আইনজীবীও নিজের সঙ্গে থাকা বিভিন্ন নথি ওলট-পালট করে দেখে প্রস্তুতি নিচ্ছিলেন সওয়াল-জবাবের। সেই সময় হঠাৎ বিরক্তি প্রকাশ বিচারপতির।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত, প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল, একুশের ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের মতো একাধিক উল্লেখযোগ্য রায় দিয়েছে এই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিভিন্ন বিচারপতিরা যেমন কড়া হাতে নির্দেশ দিয়েছেন, তেমনই বহু সময় তাঁদের মানবিক রায়ও চোখে পড়েছে। এই হাইকোর্ট বহু কিছুর সাক্ষী। এই কোর্টের ভিতরেই অনেক কিছু ঘটে যায়, যা আগে সচরাচর আগে সামনে আসত না। তবে এখন, যেহেতু মামলার লাইভ করা হয় বিচারপতিদের বক্তব্য থেকে আইনজীবীদের সওয়াল সবই সামনে আসে। সাধারণ মানুষ সবটা দেখতে পান। ঠিক যেমন সদ্যই একটি মামলার শুনানি চলার মধ্যেই বিচারপতির ধমক খেতে দেখা গিয়েছে এক আইনজীবীকে। আর কোর্ট রুমের সেই ক্লিপই এখন ভাইরাল নেট মাধ্যমে।
একটি মামলার শুনানি চলছিল হাইকোর্টে। বিচারপতি ছিলেন অমৃতা সিনহা। কোর্টরুম তখন নিঃস্তব্ধ। বিচারপতি বিভিন্ন নথি খতিয়ে দেখতে ব্যস্ত। অপরদিকে, আইনজীবীও নিজের সঙ্গে থাকা বিভিন্ন নথি ওলট-পালট করে দেখে প্রস্তুতি নিচ্ছিলেন সওয়াল-জবাবের। সেই সময় হঠাৎ বিরক্তি প্রকাশ বিচারপতির।
কিন্তু কী এমন হল?
কোর্ট রুমের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, আইনজীবী থুতু দিয়ে নথিপত্র উল্টোচ্ছিলেন। তা দেখতে পান বিচারপতি সিনহা। তিনি এক মিনিট লক্ষ করেই সঙ্গে-সঙ্গে বলেন, “দয়া করে থুতু দিয়ে পৃষ্ঠা ওল্টাবেন না। এটা খুবই অস্বাস্থ্যকর। এটা করবেন না প্লিজ।” পরক্ষণে ওই আইনজীবী বলেন, “আমি দুঃখিত (I AM SORRY)” তারপরই বিচারপতি সিনহার প্রশ্ন, “আপনার ব্যান্ড কোথায়? এটা কি পার্সোনাল ম্যাটার আপনার?” এখানে উল্লেখ্য, কোর্ট রুমে সওয়াল-জবাবের সময় আইনজীবীরা কোটের পাশাপাশি একটি ব্যান্ড পরে থাকেন।
উত্তরে আইনজীবী বলেন, “আমি ভুলে গিয়েছি।” আবার বিচারপতি সিনহা বলেন, “চলে যান। আর আগে হাত ধুয়ে আসুন। আমি নয়ত এই কেস এখন শুনব না। আগে হাত ধুয়ে আসুন।”
