AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXPLAINED: CBSE-র মতো এবার কি মাধ্যমিকেও বছরে ২ বার পরীক্ষা?

EXPLAINED: জীবনের প্রথম বড় পরীক্ষা। দুরুদুরু বুকে পরীক্ষাকেন্দ্রে ঢোকে মাধ্যমিক পরীক্ষার্থীরা। একটাই সুযোগ ভাল ফল করার। যদি এমন হত, একবার পরীক্ষা খারাপ হলে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যেত। দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য এমনই সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। রাজ্যের শিক্ষা দফতরও কি এবার একই পথে হাঁটবে? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: CBSE-র মতো এবার কি মাধ্যমিকেও বছরে ২ বার পরীক্ষা?
কী বলছে রাজ্যের শিক্ষা দফতর?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2025 | 4:15 PM

কলকাতা: একবার নয়। ২০২৬ সাল থেকে সিবিএসই-র দশম শ্রেণির পড়ুয়ারা বছরে ২ বার পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে। প্রথমবার খারাপ ফল করলে কিংবা ফলাফল মনের মতো না হলে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা। ফলে প্রথমবার একাধিক বিষয়ে ফেল করা পরীক্ষার্থী ফের পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ পাচ্ছে। এতে তাদের কোনও শিক্ষাবর্ষ নষ্ট হবে না। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিবিএসই-র এই সিদ্ধান্তের পর কী ভাবছে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ? সিবিএসই-র পথ অনুসরণ করে মধ্য মধ্যশিক্ষা পর্ষদও এবার বছরে ২ বার পরীক্ষা নেবে? এই পদ্ধতি কার্যকর করতে গেলে কী কী ব্যবস্থা দরকার? কী জানিয়েছে সিবিএসই? সিবিএসই জানিয়েছে, পরের বছর থেকে দশম শ্রেণির পড়ুয়ারা ২ বার...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন