AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXPLAINED: ৪২ লক্ষের ব্যবধান ঘুচিয়ে ‘নায়ক’ হয়ে উঠতে পারবেন শমীক?

EXPLAINED: বিধানসভা ভোটের আর মাস নয়েক বাকি। এই সময় রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন শমীক ভট্টাচার্য। আর দায়িত্ব পেয়েই রণকৌশল তৈরিতে নেমে পড়েছেন। লক্ষ্য, বিজেপিকে প্রথমবার বাংলায় ক্ষমতায় আনা। সেই লক্ষ্য পূরণে কী কী পদক্ষেপ করছেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: ৪২ লক্ষের ব্যবধান ঘুচিয়ে 'নায়ক' হয়ে উঠতে পারবেন শমীক?
বাংলায় বিজেপির লক্ষ্য পূরণে কী রণকৌশল শমীক ভট্টাচার্যের? Image Credit: TV9 Bangla
| Updated on: Jul 18, 2025 | 1:00 PM
Share

কলকাতা: মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। শুভেচ্ছার বন্যা। আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আধিকারিকদের পরিচয় করিয়ে দিতে চাইছেন সচিব। সবাইকে থামিয়ে একদিনের মুখ্যমন্ত্রী বললেন, ‘সময় কম। ওসব পরে হবে। এখন কাজটা করি।’ বাস্তবে নয়। এই দৃশ্য দেখা গিয়েছে অনিল কাপুরের ‘নায়ক’ সিনেমায়। আর বাস্তবে তাঁর দলের লক্ষ্য পূরণে মাস নয়েক সময় পাচ্ছেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। ‘নায়ক’ সিনেমার শিবাজীরাও গায়কেওয়াড়ের মতো দায়িত্ব পাওয়ার পরই দলের লক্ষ্য পূরণে তিনি নেমে পড়েছেন। যদিও শমীককে ঘটা করে সংবর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু তাঁরও হাতে সময় খুব কম। তাই ঠিক পরের দিনই খাতা পেন নিয়ে সুনীল বনশলদের সঙ্গে বসে পড়েন শমীক। শুরু হয় অঙ্ক কষা। রাজ্যে কতটা জমি রয়েছে বিজেপির? চব্বিশের লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের সঙ্গে ভোটের যে পার্থক্য রয়েছে, সেটা কীভাবে মিটবে? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন