EXPLAINED: ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ স্লোগানে ‘বাংলা জয়’ করতে পারবেন শুভেন্দুরা?

Suvendu Adhikari: এক যুগ আগে রাজ্যে যে দল জমি শক্ত করার জন্য লড়ছিল, সেই বিজেপি একুশের নির্বাচনে সরকার গড়া নিয়ে আশাবাদী ছিল। রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচনের আর বছর দেড়েকও বাকি নেই। সেই নির্বাচনে কীভাবে জয়লাভ করতে পারে বিজেপি? সেই অঙ্ক বাতলে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সেই 'অঙ্ক' নিয়ে কী বলছে বিরোধীরা? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানে বাংলা জয় করতে পারবেন শুভেন্দুরা?
পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন

Jan 01, 2025 | 8:24 PM

কলকাতা: ১৯৮২ সাল। প্রথমবার বাংলায় বিধানসভা নির্বাচনের ময়দানে নামে তারা। তারপর একের পর এক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু, ভোট ময়দানে তেমন সাফল্য আসেনি। আর সেই বিজেপি এখন পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল। ২০২১ সালে রাজ্যে পালাবদলের স্বপ্ন দেখেছিল বঙ্গ বিজেপি। পালাবদল না হলেও বিজেপির আসন এক ধাক্কায় ৩ থেকে বেড়ে হয় ৭৭। ভোট পায় ৩৮ শতাংশ। আর বছর দেড়েকের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের ঘুঁটি এখন থেকেই সাজাতে শুরু করেছে বিজেপি। কোন পথে আসবে কাঙ্খিত ফল? আর কত শতাংশ ভোট পেলেই হবে বাজিমাত? অঙ্ক মেলাতে কাদের জোটবদ্ধ হতে হবে? সব হিসেব দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় বিজেপির প্রথম প্রতিদ্বন্দ্বিতা- ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন