Jadavpur University: বৃষ্টির রাতে যাদবপুরের ফাঁকা ক্যাম্পাসে সাংঘাতিক ঘটনা, সিসিটিভি ফুটেজ ঘিরে বাড়ল সন্দেহ
Jadavpur University: ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। জুটার সাধারণ সম্পাদক, পার্থ প্রতিম রায় বলেন, "ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা খুব খারাপ। কর্মীর সংখ্যা কম।"

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চাঞ্চল্যকর ঘটনা। ইঞ্জিনিয়ারিং বিভাগের ইউনিয়ন রুমে চলল ভাঙচুর। একদিকে পড়ে আছে ফ্যান, একদিকে পড়ে ক্যারাম বোর্ড। কারা ভাঙচুর চালাল, তা বোঝা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মঙ্গলবার মধ্যরাতে বৃষ্টি থামার পর কেউ বা কারা ভাঙচুর চালিয়েছে। প্রশ্ন উঠেছে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও।
জানা যাচ্ছে, মঙ্গলবার আইপিএল-এর ম্যাচ ছিল, ফলে ক্যাম্পাস ফাঁকা ছিল। কে বা কারা ঢুকল, তা বোঝা যাচ্ছে না। এদিকে, ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিছু ছবি শেয়ার করতে শুরু করেছে, যেখানে দেখা যাচ্ছে, রাত আড়াইটায় তৃণমূলের লোকজন গেট দিয়ে বেরচ্ছে। ফলে, তাদের দিকেই আঙুল তুলছে পড়ুয়াদের একাংশ।
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জীব প্রামাণিক জানিয়েছেন, ভাঙচুরের বিষয়ে তিনি কিছু জানতেন না। তিনি লিখেছেন, “আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে গতকাল FETSU ইউনিয়ন রুম ভাঙচুরের ঘটনায় আমার নাম জড়িয়ে প্রচার করা হচ্ছে। এই বিষয়ে আমি ও আমার সঙ্গে যারা ছিল, তারা কেউই কোনওভাবে যুক্ত নয়। এটা মিথ্যা রটনা করা হচ্ছে।”
এদিকে, ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। জুটার সাধারণ সম্পাদক, পার্থ প্রতিম রায় বলেন, “ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা খুব খারাপ। কর্মীর সংখ্যা কম। রাজ্য সরকার নিয়োগ করছে না, অথচ ৩৯ জনের অনুমোদন আছে। স্বাভাবিকভাবেই সমস্যা হচ্ছে। বাইরের লোক এসে মদ খায়। বিশ্ববিদ্যালয়ের আর্থিক পরিস্থিতিও খুব খারাপ।”
