Justice Amrita Sinha: এবার একবালপুরে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
Calcutta High Court: বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, একটিও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না। এমনও মন্তব্য করেছিলেন, "হাওড়ায় আমার নিজের বাড়ি আছে। সেটাও যদি বেআইনি হয়, বুলডোজ়ার দিয়ে ভেঙে দিতে হবে।" এবার বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ বিচারপতি সিনহারও।
কলকাতা: লিলুয়ায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের পর এবার একবালপুর। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, লিলুয়ায় এক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার। শুক্রবার সেই একই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। জানিয়ে দিলেন, যত পুলিশ প্রয়োজন ব্যবহার করে নির্মাণ ভাঙতে হবে। কোনওরকম বাধা আদালত বরদাস্ত করবে না।
বিচারপতি সিনহার নির্দেশ, যত ফোর্স প্রয়োজন, তত ফোর্স নিয়েই অবৈধ নির্মাণ ভাঙতে হবে। একবালপুরের ৭৭ নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলার শুনানি ছিল শুক্রবার। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলা ছিল। আদালত জানিয়ে দেয়, বেআইনি কোনও কিছুই বরদাস্ত করা হবে না। ডিসি বন্দরকে প্রয়োজনীয় বাহিনী দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি। ১৮ ডিসেম্বরের মধ্যে তা ভাঙতে হবে বলেও জানিয়ে দেন তিনি।
বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, একটিও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না। এমনও মন্তব্য করেছিলেন, “হাওড়ায় আমার নিজের বাড়ি আছে। সেটাও যদি বেআইনি হয়, বুলডোজ়ার দিয়ে ভেঙে দিতে হবে।” এবার বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ বিচারপতি সিনহারও।