Kasba Case: ঠিক কোন কথায় আদর্শের সঙ্গে কথা কাটাকাটি কোমলের? তদন্তে কী কোন চাঞ্চল্যকর তথ্য
Kasba Case: ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিজের মোবাইল থেকে অ্যাপের মাধ্য়মে ওই হোটেলের চারতলার দুটি রুম বুক করেন আদর্শ। প্রথমে আদর্শ নিজের রুমে একা ঢোকেন। অন্য রুমে তাঁর পুরুষ ও মহিলা সঙ্গী চেক ইন করেন। পরে আদর্শের রুমে যান তরুণী। অপর যুবক কিছু সময় পর সেই রুমে যান।

কলকাতা: কসবায় হোটেল থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিবস্ত্র দেহ উদ্ধার! ঘটনায় সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। কেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নগ্ন ছিলেন, কেন তাঁর পা দুটো বাঁধা ছিল? তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জেরায় পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে পার্টি করার পরিকল্পনা ছিল ধ্রুত, কোমল ও আদর্শের। আরও বেশ কিছু বন্ধু ওই পার্টিতে যোগ দেওয়ার কথা থাকলেও আদর্শের এক ঘনিষ্ঠ বন্ধু শেষ পর্যন্ত আসেনি।
মদ্যপানের করে কথা-কাটাকাটির মধ্যে তিনজন একে-অপরের মধ্যে মারধরের শুরু হয় বলে বলে অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে। যদিও ঠিক কোন কথায় বচসা, তা এখনও পুলিশ জানতে পারেনি। আদর্শের মোবাইল কোথায় তা এখনও পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। দুই অভিযুক্ত মোবাইল নিয়ে কেন চলে গেল তা নিয়ে এখনও মুখে কুলুপ ধ্রুব ও কোমলের। পুলিশের অনুমান তথ্য প্রমান লোপাট পরিকল্পনা জন্যই এই কাজ।
জানা গিয়েছে, আদর্শের সঙ্গে ডেটিং অ্যাপের মাধ্যমেই পরিচয় হয় কোমলের। আর্দশের সঙ্গে কোমলের বেশ কিছু দিন ধরে কথা হয় অ্যাপের মাধ্যমে। সেই সমস্ত কথা ও নানান ধরনের বক্তব্য যাতে কেউ না জানতে পারে তা মুছেও দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিজের মোবাইল থেকে অ্যাপের মাধ্য়মে ওই হোটেলের চারতলার দুটি রুম বুক করেন আদর্শ। প্রথমে আদর্শ নিজের রুমে একা ঢোকেন। অন্য রুমে তাঁর পুরুষ ও মহিলা সঙ্গী চেক ইন করেন। পরে আদর্শের রুমে যান তরুণী। অপর যুবক কিছু সময় পর সেই রুমে যান। পুলিশ সূত্রে খবর, টাকা নিয়ে আদর্শের বচসা শুরু হয় ধৃত তরুণীর। তারপর পাশের ঘর থেকে পুরুষ সঙ্গীকে আদর্শের ঘরে ডাকেন কমল। তারপর তিনজনের মধ্যে হাতাহাতি হয়। কিন্তু তারপর ঠিক কী হয়েছিল? কেন আদর্শের পা বাঁধা ছিল, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।
