AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantanu Thakur: প্রণামীর টাকায় আয়, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি শান্তনু ঠাকুরের, ক’টা গাড়ি আছে জানেন

Shantanu Thakur: হলফনামার তথ্য আরও বলছে, শান্তনু ঠাকুরের হাতে রয়েছে নগদ ৩ লক্ষ টাকা আর তাঁর স্ত্রীর কাছে আছে নগদ ২ লক্ষ টাকা। এছাড়া একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা গচ্ছিল আছে শান্তনু ও সোমার।

Shantanu Thakur: প্রণামীর টাকায় আয়, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি শান্তনু ঠাকুরের, ক'টা গাড়ি আছে জানেন
শান্তনু ঠাকুরের সম্পত্তিImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: May 16, 2024 | 7:24 PM
Share

বনগাঁ: মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি শান্তনু ঠাকুর বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। ২০১৯ সালে বনগাঁ কেন্দ্র থেকে প্রথমবার জয়ী হন শান্তনু। ২ বছরের মধ্য়ে স্থান পেয়ে যান নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়। জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। বাংলার প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের সন্তান শান্তনু ঠাকুর শুধুই রাজনৈতিক নেতা নন, মতুয়া মহাসঙ্ঘের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বারবার সওয়াল করতে শোনা গিয়েছে শান্তনুকে। হলফনামায় দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে শান্তনুর।

হলফনামায় প্রকাশ করা তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে শান্তনু ঠাকুর আয় করেছেন ১৫ লক্ষ ৬ হাজার ৯৪০ টাকা। ২০২২-২৩-এ তাঁর আয় ছিল ১৯ লক্ষ ৯০ হাজার ৪৭০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে তিনি আয় করেন ৪ লক্ষ ৪৫ হাজার ৩০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৫ লক্ষ ৭৭ হাজার ৪৪০ টাকা। আর ২০১৯-২০ অর্থবর্ষে আয় করেছিলেন ৪ লক্ষ ৬২ হাজার ৩২৮ টাকা।

তাঁর স্ত্রী সোমা ঠাকুরের আয়ের যে হিসেব শান্তনু দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে ২০২৩-২৪ অর্থবর্ষে তিনি আয় করেছেন ৪ লক্ষ ১৮ হাজার ৪৮০ টাকা। ২০২২-২৩-এ তিনি আয় করেছিলেন ৪ লক্ষ ৪৬ হাজার ৯৫০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে ৪ লক্ষ ৮৫ হাজার ৫৫০ টাকা আয় করেছিলেন তিনি।

হলফনামার তথ্য আরও বলছে, শান্তনু ঠাকুরের হাতে রয়েছে নগদ ৩ লক্ষ টাকা আর তাঁর স্ত্রীর কাছে আছে নগদ ২ লক্ষ টাকা। এছাড়া একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা গচ্ছিত আছে শান্তনু ও সোমার। শান্তনু ঠাকুরের ব্যাঙ্কে জমানো টাকার অঙ্ক ৬৪ লক্ষ ৬৭ হাজার ৫২০ টাকা। সোমা ঠাকুরের নামে ব্যাঙ্কে আছে ৭ লক্ষ ৪৪ হাজার ৪৩৪ টাকা। ৩ লক্ষ ৭৫ হাজার টাকার বিমা রয়েছে শান্তনুর।

শান্তনুর গ্যারাজে রয়েছে ২ খানা গাড়ি। ২০১৭ সালে ‘ডাটসন’ গাড়িটি কিনেছিলেন ৩ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে। এছাড়া ২০১৪ সালে ভাই সুব্রত ঠাকুরের সঙ্গে যৌথভাবে একটি গাড়ি কেনেন তিনি, যার দাম ছিল ১৪ লক্ষ টাকা। এছাড়া তথ্য অনুযায়ী, শান্তনুর কাছে আছে ১ লক্ষ ৯৩ হাজার ৮২৩ টাকার সোনা। আর তাঁর স্ত্রীর কাছে রয়েছে ১৮ লক্ষ ৩ হাজার ৭৫০ টাকার সোনা। সব মিলিয়ে শান্তনুর মোট অস্থাবর সম্পত্তির অঙ্ক ৮৭ লক্ষ ১ হাজার ২৪৬ টাকার আর তাঁর স্ত্রীর নামে আছে ২৫ লক্ষ ৪৮ হাজার ১৮৪ টাকার অস্থাবর সম্পত্তি।

স্থাবর সম্পত্তি বলতে সোদপুরে ২ কাঠা ৪ ছটাক জমির ওপর শান্তনুর একটি বাড়ি রয়েছে। যার বর্তমান দাম ১ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার টাকা। ব্যাঙ্কে ৮৬ লক্ষ ৯ হাজার টাকার ঋণ রয়েছে শান্তনুর। শান্তনু নিজে একজন সাংসদ ও তাঁর স্ত্রী মতুয়াদের অন্যতম গুরু মা। আয়ের উৎস হিসেবে দান ও প্রণামীর টাকার কথা উল্লেখ করা হয়েছে হলফনামায়।