মায়ের সঙ্গে এসেছিলেন চিকিত্সা করাতে, তার আগেই হাসপাতালের পুকুরে ভেসে উঠল দেহ! রহস্য এসএসকেএম-এ

Kolkata: পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্রহ্মপুরের বাসিন্দা অগাস্টিন বুধবার তাঁর মায়ের সঙ্গে চিকিত্সক দেখাতে গিয়েছিলেন।

মায়ের সঙ্গে এসেছিলেন চিকিত্সা করাতে, তার আগেই হাসপাতালের পুকুরে ভেসে উঠল দেহ! রহস্য এসএসকেএম-এ
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 7:25 AM

কলকাতা: মায়ের সঙ্গে এসেছিলেন চিকিত্সা করাতে। কিন্তু তার আগেই হাসপাতালের পুকুরে মরণ ঝাঁপ যুবকের। চাঞ্চল্যকর ঘটনা এসএসকেএম চত্বরে। মৃত যুবকের নাম অগাস্টিন প্রবীর বিশ্বাস (৩৫)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্রহ্মপুরের বাসিন্দা অগাস্টিন বুধবার তাঁর মায়ের সঙ্গে চিকিত্সক দেখাতে গিয়েছিলেন। বেশ কিছু দিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অগাস্টিনকে রেখে তাঁর মা টিকিট করতে গিয়েছিলেন।

সে সময় অগাস্টিন বাথরুমের দিকে যান। কিন্তু পুকুর পাড়ে যেতে তাঁকে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাঁর কোন খোঁজ মিলছিল না। পরে হাসপাতালের কর্মী ও পরিবারের সদস্যরা তাঁর দীর্ঘক্ষণ খোঁজ করেন। এসএসকেএম হাসপাতালের পুকুরে অগাস্টিনকে ভেসে থাকতে দেখা যায়। এরপরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ব্রহ্মপুর নাথপাড়ায়। মেধাবী অগাস্টিনের কিছুদিন বাদেই স্নাতকোত্তর ভর্তি হওয়ার কথা ছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে অগাস্টিনের মৃত্যু হয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, পুকুর পাড় থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। আরও পড়ুন: জিটিএ-এর গেস্ট হাউসে বিমল-বিনয়ের মুখোমুখি বৈঠক! পাহাড়ে সমীকরণ বদলের ইঙ্গিত?