Kolkata Airport: হঠাৎ উড়ে এসে জুড়ে বসল ‘সে’, রানওয়ে থেকেই ফিরতে হল বিমানকে
Kolkata Airport: সিকিউরটি চেকিং পর্ব মিটিয়ে যাত্রীরা সবাই উঠে পড়েছিলেন বিমানে। বিমানও উড়ানের জন্য় প্রস্তুত। কেবিন ক্রু'রা যাত্রীদের প্রয়োজনীয় উপদেশাবলী বুঝিয়ে দিয়েছেন। সবাই সিট বেল্ট বেঁধে ফেলেছেন। রান ওয়ে থেকে সবে উড়বে বিমান, হঠাৎ বিপত্তি।

কলকাতা: কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। সর্বক্ষণ ব্যস্ত। অবিরাম বিমানের আনা গোনা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা মিনিট নাগাদ কলকাতা থেকে ভিস্তারার ইউকে ৭৭৬ বিমান মুম্বইয়ের উদ্দেশের উড়ানের কথা ছিল। সেই মতো সিকিউরটি চেকিং পর্ব মিটিয়ে যাত্রীরা সবাই উঠে পড়েছিলেন বিমানে। বিমানও উড়ানের জন্য় প্রস্তুত। কেবিন ক্রু’রা যাত্রীদের প্রয়োজনীয় উপদেশাবলী বুঝিয়ে দিয়েছেন। সবাই সিট বেল্ট বেঁধে ফেলেছেন। রান ওয়ে থেকে সবে উড়বে বিমান, হঠাৎ বিপত্তি। তড়িঘড়ি রানওয়ে থেকেই বিমান ঘুরিয়ে ১৬৩ জন যাত্রী ও সাতজন কেবিন ক্রু-কে নিয়ে আবার ফিরিয়ে আনা হল।
রানওয়ে থেকে বিমান ঘুরিয়ে এয়ারপোর্টের পাঁচ নম্বর বে’তে ফিরিয়ে আনা হয়। তারপর একে একে বিমান থেকে সব যাত্রীকে নামানো হয়। ততক্ষণে যাত্রীদের মধ্যেও চাপা উৎকণ্ঠা। চোখে-মুখে কৌতুহলী চাউনি। কী হয়েছে, কেন আবার বিমান ফিরিয়ে আনা হয়, তা বোঝার চেষ্টা করছেন বিমানযাত্রীরা। ততক্ষণে বিমানে উঠে পড়েছেন সংশ্লিষ্ট উড়ান সংস্থার ইঞ্জিনিয়ার। গোটা বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করেন তিনি। খতিয়ে দেখা হয় সব বিষয়। তারপর রাত ১১টা ৪৬ মিনিট নাগাদ বিমানযাত্রীদের নিয়ে আবার ভিস্তারার বিমানটি রওনা দেয় মুম্বইয়ের উদ্দেশে।
প্রাথমিকভাবে বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, বিমানটি যখন প্রথমবার রওনা দিচ্ছিল, তখন বিমানের ইঞ্জিনে একটি পাখির ধাক্কা লাগে। সেই অবস্থায় যাত্রী সুরক্ষার কথা বিবেচনা করে এতজন বিমানযাত্রীকে নিয়ে সেটি আর আকাশপথে পাড়ি দেয়নি। বিমানটিকে আবার ফিরিয়ে আনা হয়। এরপর সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার সব বিষয়গুলি যাচাই করে দেখেন এবং শেষে সব কিছু পরীক্ষা করে নেওয়ার পর আবার বিমানটি রওনা দেয় মুম্বইয়ের উদ্দেশে।
