চাপের মুখে কোন অভিযোগ নথিভুক্ত হয়নি? জানতে এবার NHRCকে চিঠি সিবিআই-এর

Post Poll Violence: ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের তলব করতে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

চাপের মুখে কোন অভিযোগ নথিভুক্ত হয়নি? জানতে এবার NHRCকে  চিঠি সিবিআই-এর
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2021 | 12:14 PM

কলকাতা: ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) তদন্তে এবার জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল সিবিআই। কোনও চাপের কারণে অভিযোগ নথিভুক্ত হয়নি অথচ ঘটনা ঘটেছে এমন ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে সিবিআই।

কোন জেলায় এরকম নথিভুক্ত না হওয়া অভিযোগের সংখ্যা কত? তার পুনাঙ্খুপুঙ্খ তথ্য চাওয়া হয়েছে। এনএইচআরসি-র থেকে সেই রিপোর্ট এলে এবার সেই ঘটনাগুলোর মামলা রুজু করে তদন্ত শুরু করা হবে।

ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের তলব করতে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে খবর, এবার ধাপে ধাপে প্রত্যেকটি কেসের তদন্তকারী রাজ্যের অফিসারদের তলব করা হবে। ভোট পরবর্তী সংশ্লিষ্ট হিংসার মামলার বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে রাজ্যের তদন্তকারী অফিসারদের কাছেই। যেমন কাদের কাদেরকে গ্রেফতার করা হয়েছিল, কাদেরকে গ্রেফতার করা হয়নি, কেন গ্রেফতার করা হয়নি, কী কী তথ্য প্রমাণ রাজ্য পুলিশের হাতে এসেছিল, তা বিস্তারিত তথ্য রাজ্যের তদন্তকারী আধিকারিকদের কাছ থেকেই জানতে চায় সিবিআই।

প্রয়োজনে ওই অফিসারদের বয়ানও রেকর্ড করে রাখতে চান তদন্তকারী অফিসাররা। যেহেতু প্রাথমিক তদন্ত তাঁরাই করেছেন, তাই ঘটনার তাত্ক্ষণিক পর্যায়ের বেশ কিছু তথ্য প্রমাণ মিলতে পারে। তদন্তের গতি এগোনের ক্ষেত্রে অফিসারদের ওপর কোনও চাপ ছিল কিনা, তদন্ত তত্পরতার সঙ্গে না এগনোর ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা ছিল কিনা, সবই রাজ্যের আধিকারিকদের থেকে জেনে নিতে চান সিবিআই আধিকারিকরা।

এদিকে, ভোট পরবর্তী হিংসা মামলায় নতুন ৩টি মামলার মধ্যে ১টি নদিয়া জেলা ও ২টি উত্তর২৪ পরগনার। ভোট পরবর্তী হিংসার তদন্তে মোট ৮৪ জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। এছাড়া ২৫ জন কর্তা রয়েছেন এই দলে। জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার এই ২৫ জন অফিসার।

প্রত্যেক জোনের টিমে ২১ জন করে তদন্তকারী অফিসার বা আইও। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছেন 4 যুগ্ম অধিকর্তারা। পৌঁছেছেন বেশিরভাগ ডিআইজি ও এসপি। রাজ্যে ১৫ টি খুন এবং ৬ টি ধর্ষণের মামলায় ২৭ অগাস্ট ১১টি এফআইআর দায়ের করেছিল সিবিআই। খুন, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখা, অপহরণ, অনুপ্রবেশের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে এফআইআরগুলি দায়ের করা হয়। গত শনিবার আরও ১০টি এফআইআর দায়ের করা হয়। ২৯ অগস্ট আরও সাতটি এফআইআর দায়ের করা হয়। পরে আরও দুদফায় চারটি ও তিনটি এফআইআর দায়ের করা হয়।

এদিকে, ভোট পরবর্তী হিংসা মামলায় কাঁকুরগাছিতে খুন হওয়া অভিজিৎ সরকারের দেহের ডিএনএ রিপোর্ট জানতে চেয়ে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয় পরিবার। ইতিমধ্যেই দু’দফায় সিবিআই তদন্তকারীরা অভিজিতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন।  আরও পড়ুন: পিছনের গেট দিয়ে ইডি দফতরে ঢুকলেন অভিষেক