পুলিসের আপত্তি সত্ত্বেও ‘কানন শো’ করবে বিজেপি, হয়তো থাকছেন না বৈশাখী
কলকাতা: শোভন-বৈশাখীর সোমবারের মিছিলে অনুমতি দিল না লালবাজার। সপ্তাহের প্রথম দিন অতিরিক্ত গাড়ি, বাইক নিয়ে মিছিল করলে যানজট তৈরি হতে পারে শহরের বুকে, এই কারণ দেখিয়েই মিছিল অনুমতি দেয়নি লালবাজার। সূত্রের খবর, বিজেপির তরফ থেকে ৮০টি গাড়ি ও ২০ টি বাইক নিয়ে মিছিল করার অনুমতি চাওয়া হয়েছিল পুলিসের কাছে। কিন্তু পুলিস প্রশাসন মনে করছে, গাড়ি […]
কলকাতা: শোভন-বৈশাখীর সোমবারের মিছিলে অনুমতি দিল না লালবাজার। সপ্তাহের প্রথম দিন অতিরিক্ত গাড়ি, বাইক নিয়ে মিছিল করলে যানজট তৈরি হতে পারে শহরের বুকে, এই কারণ দেখিয়েই মিছিল অনুমতি দেয়নি লালবাজার।
সূত্রের খবর, বিজেপির তরফ থেকে ৮০টি গাড়ি ও ২০ টি বাইক নিয়ে মিছিল করার অনুমতি চাওয়া হয়েছিল পুলিসের কাছে। কিন্তু পুলিস প্রশাসন মনে করছে, গাড়ি ও বাইকের সংখ্যা বাস্তবে বেড়েও যেতে পারে। সেক্ষেত্রে সপ্তাহের প্রথম দিনই ব্যাপক যানজট তৈরি হতে পারে শহর জুড়ে। তবে পুলিসের আপত্তি উড়িয়ে বিজেপি নেতা রাকেশ সিং জানান, মিছিল হচ্ছেই। যদিও বৈশাখী সেখানে নাও থাকতে পারেন।
সূত্রের খবর, ১ জানুয়ারি এই মিছিলের জন্য বিজেপির পক্ষ থেকে লালবাজারে যে রুটের জন্য আবেদন করা হয়, তা নিয়ে আপত্তি জানায় কলকাতা পুলিস। কারণ, প্রথম রুটে মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছ দিয়ে অর্থাৎ মোমিনপুর থেকে হাজরা ক্রসিং হয়ে মিছিলের পরিকল্পনা করা হয়েছিল। পুলিস অনুমতি না দেওয়ায় তা বদল করে টালিগঞ্জ-হাজরা ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। বিজেপির তরফে গত ২ জানুয়ারি নতুন রুটের অনুমতির জন্য আবেদন করা হয়। কিন্তু তারপরও অনুমতি দেয়নি লালবাজার। যদিও মিছিল হবে বলেই দাবি করেছেন রাকেশ সিং। ফলে আগামীকালের মিছিল নিয়ে জটিলতা থেকে যাচ্ছে।
শোভন-বৈশাখীর মিছিল শুরু হওয়ার কথা আলিপুর থেকে। তা ডায়মন্ডহারবার রোড, মাঝেরহাট ব্রিজ, মহাবীরতলা, টলিগঞ্জ, হাজরা ক্রসিং, চৌরঙ্গি হয়ে মুরলীধর লেন স্ট্রিটে রাজ্য বিজেপির সদর দফতর পর্যন্ত হবে। মিছিলের রুট নিয়ে প্রথমে আপত্তি ছিল পুলিসের। পরে বিজেপির তরফে তা পরিবর্তন করা হয়। তারপরও মিছিলে অনুমতি দিল না লালবাজার।
আরও পড়ুন: ‘চৌকাঠ পেরলেই ভাইপো…’, কাঁথির সভা থেকে কিসের ইঙ্গিত দিলেন শুভেন্দু
প্রসঙ্গত, একুশের নির্বাচনকে মাথায় রেখে তাঁদের দলে যোগদানের দেড় বছর শোভন-বৈশাখী জুটিকে বড় পদ দিয়েছে বিজেপি। শোভনকে কলকাতার পর্যবেক্ষক ও বৈশাখীকে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর এই প্রথম বঙ্গে গেরুয়া পতাকা হাতে রোড শো করার কথা শোভন-বৈশাখীর।