AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Marathon: রেড রোডে ম্যারাথন উদ্বোধনে রাজ্যপাল-সুজিত বসু, ছুটির রবিতে বন্ধ একাধিক রাস্তা

Kolkata Marathon: এ দিকে, ম্যারাথনে অংশগ্রহণ করেছেন প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ। সেই কারণে ছুটির রবিতে সকাল থেকে বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। সঙ্গে চলছে যান নিয়ন্ত্রণও। রাত ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ রেড রোড। ভোর চারটে থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ মেয়ো রোড, মেয়ো রোড, নিউ রোড, কুইন্স ওয়ে, লাভার্স লেন, ডাফরিন রোড, এজেসি বোস রোড( এক্সাইড থেকে হেস্টিংস রোড) সহ আরও গুরুত্বপূর্ণ রাস্তা।

Kolkata Marathon: রেড রোডে ম্যারাথন উদ্বোধনে রাজ্যপাল-সুজিত বসু, ছুটির রবিতে বন্ধ একাধিক রাস্তা
কলকাতায় ম্যারাথনের উদ্বোধন Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 9:06 AM
Share

কলকাতা: রবিবার শুরু হয়েছে ১১ তম টাটা ম্যারাথন (Kolkata Marathon)। ভোর রাত থেকে রেড রোডে জমায়েত স্বাস্থ্য সচেতন মানুষের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল সি ভি আনন্দ বোস, দমকল মন্ত্রী সুজিত বসু, দেবাশীস কুমার। স্বাস্থ্য সচেতনতা সবসময় প্রয়োজন, আগামী দিনে এই কর্মসূচি আরও বেশি হোক বলেই মনে করছেন তারা।

এ দিন, সাংবাদিকদের সামনে রাজ্যপাল বোস বলেছেন, “ভারত দৌড়চ্ছে, কলকাতা দৌড়চ্ছে, বাংলা দৌড়চ্ছে, পুরো পৃথিবী দৌড়চ্ছে। আমরা সকলে দৌড়চ্ছি একতা, শান্তি,সম্প্রিতীর জন্য।” রাজ্যপালের কথায়, রাজনীতি খেলাধুলার মধ্যে প্রবেশ করলে গন্ডগোল বাধে। তাই সকলের মধ্যে ‘স্পোর্টসম্যান’ স্পিরিট থাকা প্রয়োজনীয়।অপরদিকে, সুজিত বসু বলেন, “শরীর স্বাস্থ্য ভাল না থাকলে কোনও কাজ ভাল হয় না। এখানে যাঁরা প্রতিযোগী তাঁরা সবাই প্রথম হবেন এমন কোনও ব্যাপার নেই। কিন্তু অংশ গ্রহণ করাই বড় ব্যাপার। একদিন দৌড়লে হবে না, রোজ দৌড়তে হবে।”

এ দিকে, ম্যারাথনে অংশগ্রহণ করেছেন প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ। সেই কারণে ছুটির রবিতে সকাল থেকে বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। সঙ্গে চলছে যান নিয়ন্ত্রণও। রাত ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ রেড রোড। ভোর চারটে থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ মেয়ো রোড, মেয়ো রোড, নিউ রোড, কুইন্স ওয়ে, লাভার্স লেন, ডাফরিন রোড, এজেসি বোস রোড( এক্সাইড থেকে হেস্টিংস রোড) সহ আরও গুরুত্বপূর্ণ রাস্তা।