Kolkata Metro: পুজোয় কোটি কোটি টাকার মুনাফা মেট্রোর! দমদমকে টেক্কা দিল কালীঘাট
Kolkata Metro: পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সাড়ে ৪১ লাখেরও বেশি মানুষ মেট্রোয় যাতায়াত করেছেন। আর তাতে কোটি কোটি টাকার মুনাফা হয়েছে মেট্রোর। টোকেন, স্মার্ট কার্ড মিলিয়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৬ কোটি ১২ লাখ টাকার আয় হয়েছে কলকাতা মেট্রোর।
কলকাতা: পুজোর মরশুমে মেট্রোয় উপচে পড়েছে ভিড়। তিল ধারণের জায়গা ছিল না মেট্রোর কামরাগুলিতে। অতিরিক্ত পরিষেবা চালিয়েও ভিড়ের চিত্রে কোনও বদল আসেনি। পুজোয় প্যান্ডেল হপিংয়ের জন্য মেট্রো পরিষেবাকেই বেছে নিয়েছে শহরবাসী। আর তাতে দেদার লক্ষ্মীলাভ হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষেরও। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সাড়ে ৪১ লাখেরও বেশি মানুষ মেট্রোয় যাতায়াত করেছেন। আর তাতে কোটি কোটি টাকার মুনাফা হয়েছে মেট্রোর। টোকেন, স্মার্ট কার্ড মিলিয়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৬ কোটি ১২ লাখ টাকার আয় হয়েছে কলকাতা মেট্রোর। এর মধ্যে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনেই আয় হয়েছে ৫ কোটি ৭৯ লাখ টাকা।
এর মধ্যে সব থেকে বেশি লোক যাতায়াত করেছেন দক্ষিণেশ্বর – কবি সুভাষ লাইনে। শুধু নর্থ-সাউথ লাইনেই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সাড়ে ৩৯ লাখ মানুষ যাতায়াত করেছেন। এর মধ্যে সবথেকে বেশি লোক মেট্রোয় উঠেছে দমদম থেকে, ৩ লাখ ৮৪ হাজারের বেশি। এরপর কালীঘাট, সেখান থেকেও সাড়ে তিন লাখের বেশি যাত্রী মেট্রোয় উঠেছে। শোভাবাজার-সুতানটি থেকে ২ লাখ ৭৩ হাজার যাত্রী মেট্রো ব্যবহার করেছেন এই ছয় দিনে।
এর পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রোও অন্যান্য দিনগুলির তুলনায় অনেক বেশি ভিড় টেনেছে পুজোর দিনগুলিতে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রায় ২ লাখ ১৬ হাজার যাত্রী শিয়ালদহ- সেক্টর ফাইভ লাইনে যাতায়াত করেছেন। নিউটাউনের বেশ কিছু বড় দুর্গাপুজোয় এবার প্রচুর ভিড় হয়েছে পুজোয়। মেট্রোর এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, নিউটাউনের প্যান্ডেল হপিং-এর জন্য শহরবাসীর অন্যতম পছন্দের পরিবহণ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। ইস্ট -ওয়েস্ট মেট্রো থেকে পুজোর ছ’দিনে কলকাতা মেট্রো আয় করেছে প্রায় ৩৩ লাখ টাকা।