Kolkata Police: মিষ্টি-মিষ্টি কথা বলে চালাত প্রতারণার কারবার, গ্রেফতার ১৬ মহিলা
জানা গিয়েছে, অভিযুক্তরা মিন্টো পার্ক এলাকায় রীতিমতো অফিস খুলে রমরমিয়ে চলাচ্ছিল ডেটিং অ্যাপ। আর তারপর চল প্রতারণা চক্রের কারবার। একাধিক অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা অভিযান চালায়। আর তারপর মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ছিলেন ১৬ জন মহিলা।

কলকাতা: ‘একা রয়েছেন? তবে সঙ্গী খুঁজে নিন…’ঠিক এইভাবে দীর্ঘদিন ধরে লোক ঠকানোর কাজ চালাচ্ছিল একটা চক্র। কলকাতার মিন্টো পার্ক এলাকায় রীতিমতো অফিস খুলে বসেছিল তারা। মহিলারা পুরুষদের জালে ফেলতে নানা রকম কারসাজি করতেন। তারপর তাঁদের সঙ্গে করা হত আর্থিক প্রতারণা। অবশেষে সেই চক্রের পর্দা ফাঁস করল পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তরা মিন্টো পার্ক এলাকায় রীতিমতো অফিস খুলে রমরমিয়ে চলাচ্ছিল ডেটিং অ্যাপ। আর তারপর চল প্রতারণা চক্রের কারবার। একাধিক অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা অভিযান চালায়। আর তারপর মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ছিলেন ১৬ জন মহিলা।
পুলিশ সূত্রে খবর, এই চক্রের সদস্যরা একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে সঙ্গ দেওয়ার প্রলোভন দেখাতেন। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তির থেকে বিপুল অঙ্কের টাকা হাতানোর করবার চালাচ্ছিলেন। এরপর তল্লাশি চালিয়ে হাতেনাতে ১৭ জনকে গ্রেফতার করেন। তাঁদের থেকে বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট,ব্যাঙ্ক সংক্রান্ত নথি, রেজিস্টার ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে বেশ কয়েক জন আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন। সেই তদন্তে নেমে ডেটিং অ্যাপের তথ্য সামনে আসে। তারপরই কলকাতা পুলিশের অভিযানে গ্রেফতার হন ১৭ জন। এই প্রতারণা চক্রের জাল শহর এবং শহরতলিতে আরও কোথাও ছড়িয়ে আছে কি না তাও খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।
