কলকাতা: জাল পাসপোর্টকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশ। পাসপোর্টের ভেরিফিকেশন সংক্রান্ত বিদেশ মন্ত্রকের গাইডলাইন বিভ্রান্তিকর। পুলিশ সূত্রের দাবি, সেখানে বলা আছে আবেদনকারীর বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা যাবে না। আবেদনকারীকে থানাতেও ডাকা যাবে না। আর এই ফাঁক গলেই জাল পাসপোর্ট তৈরি হয়ে চলেছে বলে পুলিশ সূত্রে খবর।
শনিবার পাসপোর্ট অফিসের সঙ্গে বৈঠকে বসেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। তাঁরা যে গাফিলতি খুঁজে পেয়েছেন তা এদিন তুলে ধরেন। পুলিশের দাবি, জাল পাসপোর্ট তৈরি করছে যারা তারা অনলাইনে আবেদনকারী বাড়ির ঠিকানা আর থানার নাম নিজের সুবিধামতো দিচ্ছে। যাতে সহজেই পুলিশের নজরদারি বাঁচিয়ে পাসপোর্ট ইস্যু হয়ে যায় সে কারণেই এই ব্যবস্থা করেছিল জালিয়াতরা।
সূত্রের খবর, আজকের বৈঠকে এ ধরনের বেশ কিছু গরমিল নজরে পড়েছে কলকাতা পুলিশের। সেটাই তারা পাসপোর্ট অফিসারদের জানিয়েছেন। তবে কলকাতা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে কেউ পাসপোর্ট আবেদন করলে তাঁর বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেই। সে কারণে ইতিমধ্যেই সব থানার কাছে চলে গিয়েছে স্পষ্ট নির্দেশ।