Kunal Ghosh on Icore case: ‘ঘাড় ধরে জেলে ঢোকানো দরকার’, আদালতে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রীকে নিশানা কুণালের
Kunal Ghosh on Icore case: আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। এবার পার্থর নাম না করে নিশানা করা হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা : আবারও বিস্ফোরক কুণাল ঘোষ। সম্প্রতি এসএসসি-র নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে দলের অন্দরের কাদা ছোড়াছুড়ি প্রকাশ্যে এসেছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে বিতর্কে জড়িয়েছেন কুণাল ঘোষ। আর এবার আবারও শাসক দলের নেতা তথা মন্ত্রীর বিরুদ্ধেই মুখ খুললেন দলেরই রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার সল্টলেকে বিধায়ক-সাংসদদের বিশেষ আদালতে আত্মহত্যার চেষ্টা সংক্রান্ত মামলায় হাজিরা দিতে হয়েছিল কুণাল ঘোষকে। আর আদালতে দাঁড়িয়েই আইকোর মামলার প্রসঙ্গে তুলে রাজ্যের মন্ত্রীকে আক্রমণ করলেন কুণাল ঘোষ।
কী বললেন কুণাল ঘোষ?
এ দিন কুণাল বলেছেন, ‘আইকোরের মঞ্চে যাঁকে উঠে বক্তৃতা করতে দেখা গিয়েছে, যিনি আইকোর মডেলকে তুলে ধরেছিলেন, বাইরে থেকে আমায় যিনি পাগল বলেছিলেন, তিনি এখন মন্ত্রী। তিনি ঘুরে বেড়াচ্ছেন। ঘাড় ধরে জেলে ঢোকানো দরকার।’ আইকোর নামক চিটফান্ড সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁকে একাধিকবার এই মামলায় তলবও করেছে সিবিআই। এ দিন তাই কুণালের নিশানায় পার্থই ছিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও পার্থ চট্টোপাধ্যায় বা অন্য কোনও মন্ত্রীর নাম করেননি কুণাল ঘোষ।
পার্থ-কুণাল তরজা
স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত মামলা নিয়ে যখন শাসক দলের অস্বস্তি ক্রমশ বাড়ছে, তখন সেই অস্বস্তি আরও বাড়িয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ‘যদি কোথাও কোনও অভিযোগ থাকে, মুখ্যমন্ত্রীর দিক থেকে যা যা করার তিনি করে দিয়েছিলেন। দলের মহাসচিব এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি বুঝিয়ে বলতে পারবেন।’ প্রশ্ন এড়িয়ে এ ভাবে দলের মহাসচিবের কোর্টে বল ঠেলে দেওয়ার বিষয়টি যে খুব একটা স্বাভাবিক নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আর সেখানেই বিতর্কের শেষ হয়নি। পার্থর পাশে দাঁড়িয়ে রাজ্যের আর এক মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কুণাল ক্যাবিনেটের সদস্য নয়। আমি পার্থদার সঙ্গে ক্যাবিনেটের সদস্য। আমরা একটা বৃহত্তর পরিবার। তাই আমি মনে করি না, যেটা বলা হচ্ছে সেটা ঠিক।’ মন্ত্রীর নাম জড়ানোটা ঠিক হচ্ছে না বলেই মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। এবার আবারও মন্ত্রীর কথাই বললেন কুণাল ঘোষ।
আইকোর মামলায় পার্থ
চিটফান্ড সংস্থা আইকোরের মঞ্চে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এই অভিযোগে একাধিকবার তাঁকে তলব করেছে সিবিআই। বারবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শিল্প ভবনে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তাই আইকোর প্রসঙ্গে পার্থ-র কথা কুণাল বলেছেন বলে মনে করা হচ্ছে।