Kuntal Ghosh: যুব তৃণমূলের পদ থেকে কুন্তল ঘোষকে সরানোর প্রক্রিয়া শুরু: সূত্র
Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতির অভিযোগে হুগলির এই যুবনেতাকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে একাধিক প্রমাণ সামনে এসেছে ইতিমধ্যেই।

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার কুন্তল ঘোষ (Kuntal Ghosh)? হুগলির তৃণমূল (TMC) যুবনেতাকেও এবার দলীয় পদ থেকে সরানো হবে বলে সূত্রের খবর। ঘাসফুল শিবিকে কান পাতলে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জেলবন্দি কুন্তল রয়েছেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক পদে। সেই পদ থেকে তাঁকে সরানো হবে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, দলকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ।
ইতিমধ্যে নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের বিরুদ্ধে যে সব অভিযোগ সামনে এসেছে, তাতে তৃণমূল তথা যুব তৃণমূলের অস্বস্তি যে বেড়েছে, তা স্পষ্ট। সে কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও কড়া সিদ্ধান্ত নিয়েছিল দল। দলের মহাসচিব পদ থেকে তাঁকে সরানোর পাশাপাশি মন্ত্রীপদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ উঠলে, দল যে রেয়াত করবে না সেই বার্তা তখনই দিয়েছিল তৃণমূল। আর এবার কুন্তলের বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
সরাসরি কুন্তলের বিরুদ্ধে মুখ না খুললেও কিছুদিন আগে এ বিষয়ে সায়নী ঘোষ বলেছিলেন, ‘সভানেত্রী হয়ে বলছি, কুন্তল দোষী প্রমাণিত হলে তাঁকে সুরক্ষা দেওয়ার কোনও ইচ্ছা আমাদের নেই।’ সেই প্রসঙ্গে পার্থর উদাহরণও দিয়েছিলেন তিনি।
তৃণমূল করার সুবাদে বলাগড় বিধানসভা এলাকায় তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত কুন্তল ঘোষকে। জেলার নেতা হলেও হুগলির থেকে বেশি কলকাতায় তাঁর যোগাযোগ ছিল বলেও জানা গিয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার বছর কয়েকের মধ্যেই যুব সংগঠনের অন্যতম রাজ্য সম্পাদকের দায়িত্ব তাঁকে দেওয়া হয় দলের তরফে। শাসকদলের নেতা হওয়ার পাশাপাশি রাজ্যের ‘হ্যান্ডবল অ্যাসোসিয়েশনে’র সভাপতির দায়িত্বও পেয়েছিলেন কুন্তল ঘোষ। আর সম্প্রতি সেই কুন্তলের বিরুদ্ধেই উঠেছে বিস্ফোরক অভিযোগ। টাকা নিয়ে নাকি চাকরি দিতেন তিনি! প্রায় ৩০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
