কলকাতা: হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে হুগলি। সেখানে বিজেপি প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। অপরদিকে, তাঁর বিরুদ্ধে এবার তৃণমূল প্রার্থী করেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। আর রচনা প্রার্থী হতেই বিস্তর শুরু হয়েছে হইচই। গুঞ্জন উঠছে ‘এবার মনে হয় জোর টক্কর হবে এখানে।’ তবে লড়াই কেমন হবে তা তো সময় বলবে। কিন্তু রচনা আর লকেটের নাম সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘ত্যাগ’ সিনেমার একটি বিশেষ অংশ।
এই সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের। সিনেমায় প্রসেনজিৎ-এর বোনের চরিত্রে অভিনয় করেছিলেন লকেট। অপরদিকে গ্রামের এক যুবতীর চরিত্র করেছিলেন রচনা। ভাইরাল হওয়া ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, একজন ফটোগ্রাফারের কাছে ছবি তুলছিলেন লকেট। সেই ছবি তোলার মধ্যে আচমকাই ঢুকে পড়েন রচনা। ফটোগ্রাফারকে অপেক্ষা করতে বলেন তিনি। কোনও একজনকে ডেকে তিনি বলেন, ‘আরও একটা ছবি তুলুন’। ভিডিয়োটি ফেসবুকে শেয়ার করেছেন পুলক চক্রবর্তী নামে এক নেটাগরিক।
তবে সিনেমায় যাই থাকুক। রাজনৈতিক ময়দানে কিন্তু সিনেমার এই অংশের যথেষ্ঠ মিল রয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। রাজনীতির ময়দানে অনেক আগেই নেমেছেন লকেট। হুগলি লোকসভা কেন্দ্রের অন্যতম মধ্যমণি ছিলেন তিনি। ২০১৯-এর লোকসভা ভোটে হুগলির মাটি থেকে ঘাসফুল শিবিরকে পর্যদস্তু করেন তিনি। হারান সেখানকার প্রার্থী ডঃ রত্না দে নাগকে। সেই জমি পুনরুদ্ধারেই এবার ঘাসফুলের ‘অস্ত্র’ রচনা। যে মাটিতে লকেট একা দাঁড়িয়ে আলো কাড়ছিলেন। এবার সেখানেই কার্যত ঠেলেঠুলে ঢুকে পড়লেন দিদি নম্বর ১ খ্যাত অভিনেত্রী। ভাগ করে নিলেন লাইম লাইট।