West Bengal latest weather update: ঢাল-তরোয়াল নিয়ে তৈরি সে, চতুর্থীতেই জন্ম নেবে সাগরে, ভেসে যাবে এই এই জেলা
Kolkata Weather Update: এতদিন অনেকেই প্রশ্ন করছিলেন বৃষ্টি কবে হবে। পুজোর সময় কি আদৌ বৃষ্টি হবে নাকি। এখন সেই উত্তর অনেকেই পেয়ে গিয়েছেন। হাওয়া অফিস বলছে, পঞ্চমীতে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি ইঙ্গিত রয়েছে। ষষ্ঠীতেও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ উপকূলের জেলাগুলিতে যে বৃষ্টি হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। বহাল থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।

কলকাতা: মঙ্গলে জলে ডুবেছে গোটা কলকাতা। বৃষ্টির জেরে প্রাণ গিয়েছে প্রচুর মানুষের। জল এখন নেমেছে ঠিকই, কিন্তু বৃষ্টি যে পিছু ছাড়বে না সে কথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আর তাই নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি যে হবেই সে কথা বারেবারে বলছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, মায়ানমার লাগোয়া বঙ্গোপসাগরে এই মুহূর্তে রয়েছে ঘূর্ণাবর্তটি। চতুর্থীতে সাগরে জন্ম নেবে নতুন নিম্নচাপ। আবহবীদরা বলছেন, সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। যার সম্ভাব্য অভিমুখ হতে পারে ওড়িশা-অন্ধ্র উপকূলে।
এতদিন অনেকেই প্রশ্ন করছিলেন বৃষ্টি কবে হবে। পুজোর সময় কি আদৌ বৃষ্টি হবে নাকি। এখন সেই উত্তর অনেকেই পেয়ে গিয়েছেন। হাওয়া অফিস বলছে, পঞ্চমীতে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি ইঙ্গিত রয়েছে। ষষ্ঠীতেও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ উপকূলের জেলাগুলিতে যে বৃষ্টি হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। বহাল থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ঘণ্টায় ৫৫-৬৫ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। তার জন্য উত্তাল থাকবে সমুদ্র। ফলত, আগামী কয়েকদিন মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অফিস।
