AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahalaya: ভোর ৪টেয় বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’, এবারের মহালয়া হতে চলেছে আরও বিশেষ, কেন জানেন?

Mahishasura Mardini: মহালয়ায় মহিষাসুরমর্দিনী বলতেই নস্টালজিক হয়ে পড়েন অনেকে। নতুন প্রজন্ম টিভিতে মহিষাসুরমর্দিনী দেখতে অভ্যস্ত হলেও, বহু মানুষের কাছে এখনও মহালয়া বলতে রেডিয়োয় মহিষাসুরমর্দিনীই বোঝেন। এবারও আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে মহিষাসুরমর্দিনী।

Mahalaya: ভোর ৪টেয় বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে 'মহিষাসুরমর্দিনী', এবারের মহালয়া হতে চলেছে আরও বিশেষ, কেন জানেন?
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী কোথায় শুনবেন?Image Credit: X
| Updated on: Sep 20, 2025 | 3:31 PM
Share

কলকাতা: রাত পোহালেই মহালয়া (Mahalaya)। এই একটা দিনের অপেক্ষায় আপামর বাঙালি বসে থাকে। এই একটা দিন ভোর ৪টে-তেও ঘুম থেকে উঠতে কোনও সমস্যা হয় না। অনেকে আবার সারা রাত জেগে কাটিয়ে দেন মহিষাসুরমর্দিনী (Mahishasura Mardini) শোনার জন্য। আগামিকাল, রবিবার কোথায়, কখন শুনতে পারবেন মহিষাসুরমর্দিনী, জেনে নিন-

মহালয়ায় মহিষাসুরমর্দিনী বলতেই নস্টালজিক হয়ে পড়েন অনেকে। নতুন প্রজন্ম টিভিতে মহিষাসুরমর্দিনী দেখতে অভ্যস্ত হলেও, বহু মানুষের কাছে এখনও মহালয়া বলতে রেডিয়োয় মহিষাসুরমর্দিনীই বোঝেন। এবারও আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে মহিষাসুরমর্দিনী।

মহিষাসুরমর্দিনী মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আকাশবাণীতে এবারও বাণীকুমার রচিত এবং কিংবদন্তী শিল্পী পঙ্কজকুমার মল্লিক সুর,  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কালজয়ী কণ্ঠে “মহিষাসুরমর্দিনী”র ভাষ্য ও স্তোত্রপাঠ শোনা যাবে।  দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাভূত হওয়ার পৌরাণিক গাথা বিপুলভাবে জনপ্রিয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে এই অনুষ্ঠান।

আকাশবাণীতে মহিষাসুরমর্দিনী আরও একটি কারণে বিশেষ। এবারের মহিষাসুরমর্দিনী বাজানো হবে ১৯৭২ সালের রেকর্ডিং। সেই সময়ে যে রেকর্ডিং করা হয়েছিল বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে, সেই রেকর্ডিংই শোনা যাবে আগামিকাল ভোর ৪টের সময়। দেড় ঘণ্টা ধরে শুনতে পাবেন ১৯৭২ সালে রেকর্ড হওয়া বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠের মহিষাসুরমর্দিনী।

মহালয়ার পরই শেষ হবে পিতৃপক্ষের এবং শুরু হবে দেবীপক্ষের। এরপরই শুরু হবে দেবীর আবাহন। ফুলে-ফলে ভরে উঠবে ধরিত্রী।