AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: একডালিয়ার পুজো উদ্বোধনে গিয়ে সুব্রত-নস্ট্যালজিয়ায় ভাসলেন মমতা

Mamata BanerjeeOn Subrata Mukherjee: পুজোর উদ্বোধন করেই তিনি বলেন, " এই পুজো আসলেই সুব্রত দার কথা মনে পড়ে। সুব্রত দা পুজোর সাত দিন আগে থেকে আমাকে খালি জিজ্ঞাসা করতেন কবে ডেট দিবি, কটে ডেট দিবি। ফার্স্ট ডেট নিতেন। আর সারাক্ষণ এই এলাকায় বসে থাকতেন। আড্ডা মারতেন।"

Mamata Banerjee: একডালিয়ার পুজো উদ্বোধনে গিয়ে সুব্রত-নস্ট্যালজিয়ায় ভাসলেন মমতা
একডালিয়া এভারগ্রিন পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 24, 2025 | 4:38 PM
Share

কলকাতা:  তৃতীয়ার দিন একডালিয়া পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একডালিয়া এভারগ্রিন পুজোর প্রধান উদ্যোক্তা ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। পুজোর উদ্বোধনে গিয়ে সুুব্রত মুখোপাধ্যায়ের কথা স্মরণ করলেন মমতা। নস্ট্যালজিয়ায় ভাসলেন তিনি। পুজোর উদ্বোধন করেই তিনি বলেন, ” এই পুজো আসলেই সুব্রত দার কথা মনে পড়ে। সুব্রত দা পুজোর সাত দিন আগে থেকে আমাকে খালি জিজ্ঞাসা করতেন কবে ডেট দিবি, কটে ডেট দিবি। ফার্স্ট ডেট নিতেন। আর সারাক্ষণ এই এলাকায় বসে থাকতেন। আড্ডা মারতেন।”

মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, “আমার খুব খারাপ লাগে। সুব্রত দার কথা আমার খুব মনে পড়ে। আমার কাছে সুব্রত দার ছবি রয়েছে। ছবি দেখলেই চোখে জল আসে আমার। মানুষটার যাওয়ার কথা ছিল না। অকাল মৃত্যু। এই পুজোয় আমাকে প্রতিবার আসতে হয়।”

এই প্রথম নয়, যতবার সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ ওঠে, স্মৃতিমেদুর হতে দেখা যায় মমতাকে। গত বছরও একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্য়মন্ত্রী বলেছিলেন, “সুব্রতদার মতো মানুষ গেলে আর ফিরে আসে না। ” ২০২১ সালে হৃদয়ের গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন সুব্রত মুখোপাধ্যায়। কালীপুজোর ঠিক আগের সময়। কালীপুজোর আগের দিন শেষ হয় তাঁর জীবনলড়াই। এদিন ৪০ টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তবে বেশিরভাগই ভার্চুয়ালি উদ্বোধন করেন। তারপর থেকে যতবার মমতা এই পুজোর উদ্বোধনে গিয়েছে, তাঁর মুখে ফিরে ফিরে এসেছে সুব্রত মুখোপাধ্যায়ের কথা। মমতা তাঁর কাছে ছিলেন ছোট বোনের মতোই। এতডালিয়ার মঞ্চে গেলেই বারবার নস্ট্যালজিক হয়ে পড়েন মমতা।