Mamata Banerjee: ‘আমরা জমি তৈরি করে রেখেছি’, সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নিয়ে বললেন মমতা
Mamata Banerjee: মমতা বলেন, "জিন্দলরাও পাওয়ার প্ল্যান্ট করছেন সম্ভবত। আরও ২-৩টে স্টিল প্ল্যান্ট হচ্ছে। আমি তো গতকাল বর্ধমান রোড ধরে ফেরার সময় দেখলাম হুগলি, হাওড়া ভর্তি হয়ে গিয়েছে। দু'পাশে কোনও জমি খালি নেই। সব জায়গায় শিল্প হয়েছে। টোটালটাই ইন্ডাস্ট্রি।"
কলকাতা: বাংলায় সেমিকন্ডাক্টর ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে এবার, সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আমেরিকার কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে প্রচুর চাকরি হবে, জমিও রাজ্য তৈরি করে রেখেছে বলে জানান মুখ্যমন্ত্রী।
সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে সেমি কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা সেরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী জানান, “আমরা জমি তৈরি করে রেখেছি। ওনারা একটা জমি দেখেছেনও। দুবাইয়ের লুলু গ্রুপও আসছে। তাদের জন্যেও জমি দেখানো হয়েছে। এই সেন্টারটা হলে তা বিশ্বমানের হবে। আমাদের ট্য়ালেন্টকে কাজে লাগাতে পারবে। পরিকাঠামোটা মেধাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ছেলে মেয়েরা খুবই দক্ষ। আমরা বলেছি জানুয়ারিতে একটা রোড ম্যাপ তৈরি করতে বিজিবিএস-এর আগে। এটা বাংলার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা খুব খুশি।”
একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, গত তিন বছর ধরেই ওয়েবেলের আইটি বিভাগ এ নিয়ে কাজ করছে। যেহেতু দুই দেশের মধ্যে এই কাজ, তাই প্রধানমন্ত্রীর সঙ্গে ঘোষণা করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, “এই যে সাফল্য এল তা আগামিদিনে বাংলার জন্য গর্বের। প্রচুর কর্মসংস্থান হবে।”
মুখ্যমন্ত্রী জানান, বাংলায় প্রচুর চাকরি হচ্ছে। ৬টা ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে। দু’টো পাওয়ার প্ল্যান্ট করছে রাজ্য সরকার। দু’টো বেসরকারি সংস্থাও তৈরি করছে। মমতা বলেন, “জিন্দলরাও পাওয়ার প্ল্যান্ট করছেন সম্ভবত। আরও ২-৩টে স্টিল প্ল্যান্ট হচ্ছে। আমি তো গতকাল বর্ধমান রোড ধরে ফেরার সময় দেখলাম হুগলি, হাওড়া ভর্তি হয়ে গিয়েছে। দু’পাশে কোনও জমি খালি নেই। সব জায়গায় শিল্প হয়েছে। টোটালটাই ইন্ডাস্ট্রি।” ৫ লক্ষ চাকরি ইতিমধ্যেই লেদার ইন্ডাস্ট্রিতে হয়েছে, আরও আড়াই লক্ষ হবে বলে জানান তিনি।