AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: রাতে চুপিচুপি বাড়ি থেকে ‘পালিয়েছেন’, SIR আতঙ্ক বলছে পরিবার

South Dum Dum Municipality: বছর ছেচল্লিশের বৈদ্যনাথ হাজরা বেশ কয়েকদিন ধরেই এসআইআর আতঙ্কে ছিলেন বলে তাঁর পরিবারের দাবি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। বর্তমান ভোটার লিস্টে অবশ্য নাম রয়েছে। বাবা, মা প্রয়াত হওয়ায় তাঁদের ভোটার কার্ডও নেই। বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন গতকাল গভীর রাত দুটো তিন মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ছবি।

SIR: রাতে চুপিচুপি বাড়ি থেকে 'পালিয়েছেন', SIR আতঙ্ক বলছে পরিবার
কী বলছে নিখোঁজ বৈদ্যনাথ হাজরার পরিবার? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 15, 2025 | 7:43 PM
Share

কলকাতা: এসআইআর(SIR) আতঙ্কে রাজ্যের বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলে সরব তৃণমূল। এবার এক ব্যক্তির গভীর রাতে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনায় এসআইআর আতঙ্কের অভিযোগ উঠল। দক্ষিণ দমদম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরএন গুহ রোডের বাসিন্দা বৈদ্যনাথ হাজরা আতঙ্কে বাড়ি থেকে চলে গিয়েছেন বলে দাবি তাঁর পরিবারের। মোবাইল ফোন রেখে বাড়ি থেকে বেরিয়ে যান। এখনও তাঁর খোঁজ মেলেনি। এদিকে, বিধাননগর পৌরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগরে একটি আবাসনের সুকুমার ঘোষ(৪৫) নামে এক বাসিন্দা এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় দেশবন্ধুনগর হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

বছর ছেচল্লিশের বৈদ্যনাথ হাজরা বেশ কয়েকদিন ধরেই এসআইআর আতঙ্কে ছিলেন বলে তাঁর পরিবারের দাবি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। বর্তমান ভোটার লিস্টে অবশ্য নাম রয়েছে। বাবা, মা প্রয়াত হওয়ায় তাঁদের ভোটার কার্ডও নেই। বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন গতকাল গভীর রাত দুটো তিন মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ছবি। মোবাইল ফোন না নিয়ে যাওয়ায় যোগাযোগ করতে পারছেন না পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী জয়ন্তী হাজরা। বেশ কয়েকদিন ধরেই এসআই নিয়ে আলোচনা করছিল স্ত্রীর সঙ্গে। তিনি জানান, “আধার কার্ড, ভোটার কার্ড সব রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার জন্য চিন্তায় ছিলেন। কী নথি দেবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন।” দীর্ঘ ১৫ বছর ধরে আরএনগুহ রোডে বসবাস করেন। কিন্তু তিনি কোথায় গেলেন এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। নিখোঁজ ডায়েরি করেছে পরিবার।

পেশায় গাড়িচালক বৈদ্যনাথ। রাজু সাহা নামে তাঁর এক বন্ধু বলেন, “আমি ওকে অনেকবার বুঝিয়েছি। বলেছি, তোর চিন্তা করার কিছু নেই। তারপরও চিন্তায় ছিল। এসআইআর আতঙ্কেই ঘর ছেড়ে চলে গিয়েছে।”

এদিকে, সুকুমার ঘোষের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। পেশায় ব্যবসায়ী তিনি। এসআইআর আতঙ্কে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।