SIR in Bengal: সোমেই সিইও দফতর পর্যন্ত মিছিল মমতাবালাপন্থী মতুয়াদের, যোগ দেবেন অধীরও
Matua SIR Protest: জানা গিয়েছে, সোমবার বিকাল ৪টের সময় শিয়ালদহ স্টেশন থেকে কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা পন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। SIR-এর প্রতিবাদেই পথে নামবে তাঁরা। দাবি তুলবে, ভোটাধিকার সুনিশ্চিত করার। কোনও মতুয়ার যেন নাম বাদ না যায়, সেই ইস্যুকেই সামনে রেখে গলা চড়াবে তাঁরা।

কলকাতা: মমতাবালার মিছিলে হাঁটবেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সোমবার বিকাল মিছিল বের করবেন মতুয়াদের একাংশ। মমতাবালা পন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের ছত্রছায়ায় কমিশনের দফতর পর্যন্ত হবে প্রতিবাদ মিছিল। তাতেই যোগ দিতে পারেন অধীর রঞ্জন চৌধুরীও। নিজে সেই নিয়ে ইচ্ছাপ্রকাশ পর্যন্ত করেছিলেন প্রাক্তন সাংসদ।
বাংলায় চলতি ভোটার তালিকার নিবিড় পরিমার্জন ঘিরে আতঙ্কিত একাংশের মতুয়ারা। শিকড় ছিন্ন করে তাঁরা এদেশে এসেছেন। তাই নতুন করে ভোটার তালিকা সংশোধনের জেরে তাঁদের নামটাই সবার আগে বাদ যাবে না তো? এই প্রশ্ন ঘিরে চিন্তিত একাংশের মতুয়ারা। এবার সেই সূত্র ধরেই পথে নামতে চলেছে তাঁরা।
জানা গিয়েছে, সোমবার বিকাল ৪টের সময় শিয়ালদহ স্টেশন থেকে কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা পন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। SIR-এর প্রতিবাদেই পথে নামবে তাঁরা। দাবি তুলবে, ভোটাধিকার সুনিশ্চিত করার। কোনও মতুয়ার যেন নাম বাদ না যায়, সেই ইস্যুকেই সামনে রেখে গলা চড়াবে তাঁরা। কমিশনের দফতরে গিয়ে জমা দেবে ডেপুটেশন। যদিও এই মিছিলে মমতাবালা ঠাকুরের না থাকার সম্ভবনাই বেশি। সোমবার থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। সেখানে যোগ দিতে পারেন মমতাবালা।
সম্প্রতি এসআইআর-এর প্রতিবাদে অনশনের ডাক দিয়েছিলেন মমতাবালা ঠাকুর। দিন দশেকেরও বেশি সময় ধরে চলেছিল মমতাবালা ঠাকুর ও তাঁর অনুগামীদের সেই অনশন প্রতিবাদ। যেখানে যোগ দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরীও। এবার সোমের মিছিলে মতুয়াদের সঙ্গে মিছিলে হাঁটার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। অবশ্য় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এই সিদ্ধান্তকে সহজ ভাবে দেখছেন রাজনীতির কারবারীরা। এই নিয়ে খোঁচা দিতে ছাড়েননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। কটাক্ষ করে তিনি বলেন, ‘একই বৃন্তে তিনটি ফুল সিপিএম-কংগ্রেস-তৃণমূল’।
