AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ultadanga Auto Route: কেউ জানেই না! চুপি-চুপি বেড়ে গেল অটো ভাড়া? ক্ষোভ উগরালেন উল্টোডাঙা রুটের যাত্রীরা

Kolkata: আর তাতেই ক্ষোভ রয়েছে যাত্রীদের মধ্যে। যাত্রীদের বক্তব্য, পুজোর সময় একটু বাড়তি ভাড়া নিলে তাতে প্যাসেঞ্জারদের কোনও অসুবিধে হয় না। কিন্তু পুজো মিটে গেলেও এভাবে দু'টাকা পাঁচ টাকা বাড়িয়ে দিলে খুবই অসুবিধেয় পড়তে হয় তাঁদের।

Ultadanga Auto Route: কেউ জানেই না! চুপি-চুপি বেড়ে গেল অটো ভাড়া? ক্ষোভ উগরালেন উল্টোডাঙা রুটের যাত্রীরা
চুপি-চুপি বেড়ে গেল অটো ভাড়া?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2025 | 6:02 PM
Share

কলকাতা: নিত্যযাত্রী বা অফিসযাত্রীদের বেশির ভাগই উল্টোডাঙা দিয়ে যাতায়াত করেন। এবার সেই উল্টোডাঙায় অটোচালকরা নাকি নিচ্ছেন বাড়তি ভাড়া। অন্তত, তেমনটাই অভিযোগ যাত্রীদের। তাঁদের দাবি, বরাবরই পুজোর সময় যাত্রীদের কাছ থেকে দু’টাকা-পাঁচ টাকা বাড়তি ভাড়া নেন অটো চালকরা। সেই বিষয়টি মেনে নেওয়া যায়। তবে পুজো মিটে গেলেও সেই ভাড়াকেই এবার স্থায়ী ভাড়া হিসেবে নেওয়া হচ্ছে উল্টোডাঙায়। আর তাতেই ক্ষোভ রয়েছে যাত্রীদের মধ্যে। যাত্রীদের বক্তব্য, পুজোর সময় একটু বাড়তি ভাড়া নিলে তাতে প্যাসেঞ্জারদের কোনও অসুবিধে হয় না। কিন্তু পুজো মিটে গেলেও এভাবে দু’টাকা পাঁচ টাকা বাড়িয়ে দিলে খুবই অসুবিধেয় পড়তে হয় তাঁদের।

এক যাত্রী বলেন, “আগে পনেরো টাকা ছিল। এখন ২০ টাকা করেছে।” আরও এক মহিলা বলেন, “পুজোর সময় প্রতিবার ভাড়া বাড়ে। এবার দেখছি সেটা স্থায়ী হয়ে গেল। আমরা যাঁরা রোজ যাতায়াত করি তাঁদের সকলেরই অসুবিধা হবে। আর ওদেরও দোষ দেওয়া যায় না। পেট্রলের দাম বাড়ছে।” অফিস যাত্রী এক মহিলা বলেন, “আমরা তো অফিস যাতায়াত করি রোজ। স্বাভাবিকভাবেই এভাবে ভাড়া বাড়ালে অসুবিধা হবেই। পুজোর সময় এক টাকা থেকে দু’টাকা এমনকী পাঁচ টাকাও ভাড়া বাড়ানো হয়েছিল।”

কোন-কোন স্টপেজে ভাড়া বাড়ানো হয়েছে?

যাত্রীদের দাবি, উল্টোডাঙা থেকে আহিরটোলা, উল্টোডাঙা থেকে শোভাবাজার, উল্টোডাঙা থেকে জোড়াবাগান, মোট তিনটি স্টপেজে এভাবেই অলিখিতভাবে ভাড়া বাড়িয়ে দিয়েছেন অটোচালকরা। ফলত অসুবিধায় পড়তে হচ্ছে তাঁদের।

এ দিকে, পুজো মিটে গেলেও বাড়তি ভাড়া যে নেওয়া হচ্ছে, তা কার্যত স্বীকার করেছেন অটোচালকেরা। তাঁদের বক্তব্য পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। অথচ বিগত পাঁচ বছর ধরে তাঁরা অটো ভাড়া বাড়াননি। তাই ইউনিয়ন থেকে মিটিং করেই এই ভাড়া বাড়ানো হয়েছে। অভিজিৎ নামে এক চালক বলেন, “২০২১ শেষ ভাড়া বাড়ানো হয়েছে। আমরা তো পরিশ্রম করছি। সেই অনুযায়ী আমরা শ্রমের ফল পাচ্ছি না। আগে ৮ থেকে ৯ ঘণ্টা ডিউটি করতাম। এখন ১৬ ঘণ্টা ডিউটি করি। সেই কারণে বিভিন্ন চিন্তা করে ইউনিয়কে জানিয়েই এই সিদ্ধান্ত। জায়গা অনুযায়ী দু থেকে তিন টাকা ভাড়া বাড়ানো হয়েছে।

যদিও, আইএনটিটিইউসি’র (INTTUC) সভাপতি স্বপন সমাদ্দার বাড়তি ভাড়ার কথা শুনে নিজেই হতভম্ব। তাঁর দাবি, তিনি জানেনই না এভাবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছেন অটোচালকরা। এমনকী যে মিটিংয়ের কথা অটোচালকরা বলছেন, সেটাও জানেন না তিনি। শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা না করে অটোচালকেরা নিজেদের খুশি মত ভাড়া বাড়াতে পারেন না বলেই মত। স্বপনবাবু বলেন, “আমরা তো নির্দেশ দিইনি যে পুজোর সময় ভাড়া বাড়াতে হবে! বর্তমানেও আমরা ভাড়া বাড়ানোর পক্ষে নই। তবে এখনও কেউ সংগঠনকে রিপোর্ট করেনি। তবে আমরা তদন্ত করে দেখব।”