SIR in Bengal: খসড়া তালিকা থেকে বাদ যেতে চলেছে চলেছে ৫৮ লাখের বেশি নাম? কী বলছে কমিশন?
Election Commission of India: এখনও পর্যন্ত বাংলায় মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এখন দেখার ফাইনাল লিস্ট বের হওয়ার পর্যন্ত জল কত দূর গড়ায়। কয়েকদিন আগেই বাংলা-সহ ১২ রাজ্যে এসআইআরের সময়সীমা বেড়েছে।

কলকাতা: রোজই একটু একটু করে লম্বা হচ্ছিল তালিকাটা। বাড়তে বাড়তে এবার ৫৮ লক্ষ ছাপিয়ে গেল রাজ্য়ে আনকালেক্টেড ফর্মের সংখ্যা। এদিনই আবার ছিল এনুমারেশন প্রক্রিয়ার শেষ দিন। নির্বাতন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। তার মধ্যে ৯৯.৯৬ শতাংশ ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে রাজ্যে। তবে আনকালেক্টেড ফর্মের বহর দেখেই এখনও পর্যন্ত কত নাম খসড়া তালিকা থেকে বাদ যেতে চলেছে একপ্রকার চিহ্নিত হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার সামনে আসা ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ ভোটারের মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯। তার মধ্যে নিখোঁজ ভোটার ১২ লক্ষ ১ হাজার ৪৬২। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন ভোটার। ভুয়ো ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৫। অন্যান্য ৫৭ হাজার ৫০৯।
এখনও পর্যন্ত বাংলায় মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এখন দেখার ফাইনাল লিস্ট বের হওয়ার পর্যন্ত জল কত দূর গড়ায়। কয়েকদিন আগেই বাংলা-সহ ১২ রাজ্যে এসআইআরের সময়সীমা বেড়েছে। আগে খসড়া তালিকা প্রকাশের কথা ছিল ৯ ডিসেম্বর। যা পিছিয়ে গিয়েছে ১৬ তারিখ পর্যন্ত। অন্যদিকে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণও ৭ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি হচ্ছে। তবে এবার ফের ৫ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ানো হচ্ছে খসড়া তালিকা বের হওয়ার সময়সীমা। তবে বাংলায় কোনও বদল হচ্ছে না। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর প্রদেশ থেকে বাদ যেতে পারে ২ কোটি ৯১ লক্ষ নাম। এই উত্তর প্রদেশেই ৩১ তারিখে বের হবে খসড়া তালিকা।
