Primary Agitation: ফল রস খাইয়ে চাকরি প্রার্থীদের অনশন তুললেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান

Primary Agitation: এই বিক্ষোভ মঞ্চেই সম্প্রতি অনশন শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। সম্প্রতি অনশন চলাকালীন সময়ে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে অসুস্থ হয়ে পড়তেও দেখা যায়।

Primary Agitation: ফল রস খাইয়ে চাকরি প্রার্থীদের অনশন তুললেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান
ফল রস খেয়ে উঠল চাকরি প্রার্থীদের অনশন
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 12:11 AM

কলকাতা: ফলের রস খাইয়ে ২০০৯ সালের চাকরিপ্রার্থীদের (Job Seekers) অনশন তুললেন দক্ষিণ ২৪ পরগনা (South 24 Paragana) জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। তবে অবস্থান বিক্ষোভ জারি থাকবে বলে জানালেন আন্দোলনকারীরা। এদিন আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলতে দেখা যায় অজিতবাবুকে। একইসঙ্গে সংসদের ফিন্যান্স অফিসারের সঙ্গে আন্দোলনকারীদের দ্রুত কথা বলিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। প্রসঙ্গত, ২০০৯ সালের বঞ্চিত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে বালিগঞ্জে দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। নিয়োগের দাবিতেই চলছে তাঁদের এই বিক্ষোভ।

এই বিক্ষোভ মঞ্চেই সম্প্রতি অনশন শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। সম্প্রতি অনশন চলাকালীন সময়ে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে অসুস্থ হয়ে পড়তেও দেখা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের সঙ্গে দেখা করতে আসেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। এর আগেও তিনি দেখা করতে এসেছিলেন চাকরিপ্রার্থীদের সঙ্গে। সেই সময় তিনি চাকরির সুযোগ বাড়তে পদ বৃদ্ধির বিষয়ে আশ্বস্ত করেছিলেন। যদিও চাকরি প্রার্থীদের দাবি, আশ্বাসবাণী মিললেও কাজের কাজ কিছু হয়নি। 

এদিন অবশ্য তিনি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেন সংসদের ফিন্যান্স অফিসারের সঙ্গে তাদের কথা বলানো হবে। তাতে অনেক চাকরিপ্রার্থী নতুন করে আশার আলো দেখতে পেলেও অনেকেই আবার বলেছেন এটাও শুধু আশ্বাসের স্তরেই থেকে যাবে না তো? সূত্রের খবর, এদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক জানান, জেলায় বর্তমানে ১৫০৬টি শূন্যপদ রয়েছে। তারমধ্যে ১০৩টি পদের অনুমোদন মিলেছে। বাকি পদের জন্য তিনি ফিন্যান্স অফিসারের সঙ্গে কথা বলবেন। যদিও চাকরিপ্রার্থীরা সাফ জানিয়েছেন, চেয়ারম্যানের আশ্বাসে তাঁরা অনশন তুলে নিলেও তাদের অবস্থান বিক্ষোভ চলবে।