Covid Bulletin: রাজ্যে কমল পজিটিভিটি রেট, দৈনিক সংক্রমণ ৩,৮০৫

Covid Vaccine: ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ৩ জানুয়ারি ২০২২ থেকে ২৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত টিকা পেয়েছে ৯৬ হাজার ৯৬৪ জন।

Covid Bulletin: রাজ্যে কমল পজিটিভিটি রেট, দৈনিক সংক্রমণ ৩,৮০৫
রাজ্যে কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2022 | 8:33 PM

কলকাতা: রাজ্যে নতুন করে করোনা (Covid19) আক্রান্ত হলেন ৩ হাজার ৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর এই পরিসংখ্যান তুলে ধরেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৭৬৭ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ হাজার ৮৮৩টি। পজিটিভিটি রেট নেমেছে ৬.১৫ শতাংশে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৮১ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল। সেখানে প্রশ্নোত্তর পর্বে ডেপুটি মেয়র অতীন ঘোষ (Deputy Mayor Atin Ghosh) কলকাতায় টিকাকরণ নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেন। সেখানে বলা হয়েছে ১৬ জানুয়ারি ২০২১ সাল থেকে ২৭ জানুয়ারি ২০২২ সাল পর্যন্ত কলকাতায় টিকার প্রথম ডোজ় পেয়েছেন ৫১ লক্ষ ৬৩ হাজার ৬৮৪ জন।

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ় পেয়েছেন ৩৯ লক্ষ ৭৯ হাজার ৬৪৭ জন। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ৩ জানুয়ারি ২০২২ থেকে ২৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত টিকা পেয়েছে ৯৬ হাজার ৯৬৪ জন। অন্যদিকে ১০ জানুয়ারি ২০২২ থেকে ২৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত শহরে প্রিকশন ডোজ় পেয়েছেন ৮৯ হাজার ৫৪২ জন।

কোন জেলায় কত আক্রান্ত এক নজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১০০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।

নদিয়া– গতকাল আক্রান্ত ২৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-২।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৬ জন। মৃত্যু : বৃহস্পতিবার-০, শুক্রবার-২।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১০০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-২।

হাওড়া– গতকাল আক্রান্ত ১২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ১৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৫২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩০৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১৪, শুক্রবার-৯।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৬৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৪, শুক্রবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ৪২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১৮২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৮, শুক্রবার-৮।

আরও পড়ুন: West Bengal Police: বড় ধাক্কা! অস্বচ্ছতার দায়ে রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের গোটা প্যানেলই বাতিল