AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Station: ৪ কোটি খরচে শিয়ালদহ স্টেশনে বসছে নতুন সিস্টেম, চোখ-নাক স্ক্যান হবে মুহূর্তে

Sealdah Station: যদি ডেটাবেসে থাকা কোনও অপরাধী ক্যামেরার সামনে বা নির্দিষ্ট সীমানার মধ্যে চলে আসে, তাহলে ওই ক্যামেরা সহজেই তাকে চিহ্নিত করতে পারবে। আরপিএফ জওয়ানদের কাছে চলে যাবে সেই তথ্য।

Sealdah Station: ৪ কোটি খরচে শিয়ালদহ স্টেশনে বসছে নতুন সিস্টেম, চোখ-নাক স্ক্যান হবে মুহূর্তে
Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 25, 2025 | 4:44 PM
Share

কলকাতা: এবার শিয়ালদহ স্টেশনের নিরাপত্তায় আরও জোর দিল রেল। প্রযুক্তিগত দিক থেকে আরও শক্তিশালী করা হচ্ছে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থাকে। পূর্ব ভারতের মধ্যে প্রথম শিয়ালদহ স্টেশনে বসানো হচ্ছে ‘ফেসিয়াল রেকগনেশন ক্যামেরা সিস্টেম’। প্রায় ৪ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে সেই নতুন সিস্টেম বসানো হচ্ছে।

শিয়ালদহ স্টেশনে ১১৭টি গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হচ্ছে ক্যামেরা। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে বলে শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা জানিয়েছেন। বর্তমানে শিয়ালদহ স্টেশন দিয়ে দৈনিক ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। ওই স্টেশনে কিন্তু অপরাধের বহর বেশ কিছু ক্ষেত্রে বাড়ছে বলে দাবি রেলের আধিকারিকদের। এমনকী অপরাধীরা নিজেদের অপরাধের কৌশলও বদল করছে। সেই কারণেই এই ধরনের ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

কীভাবে কাজ করবে এই আধুনিক ক্যামেরা?

একটি বায়োমেট্রিক প্রযুক্তি (Biomatric Technology) থাকছে এই ক্যামেরায়। এটি একজন ব্যক্তির মুখের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তাকে শনাক্ত করে। রেল স্টেশনে প্রবেশের পর, এটি ডিজিটাল ছবি বা ভিডিয়ো ফ্রেমে মানুষের মুখের চোখ, নাক, মুখ এবং মুখের গঠন স্ক্যান করবে।

তারপর এটি ডেটাবেসে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। গোটা প্রক্রিয়াটি এআই এবং মেশিন লার্নিং অ্যালগরিদমের উপর ভিত্তি করে তৈরি। যদি ডেটাবেসে থাকা কোনও অপরাধী ক্যামেরার সামনে বা নির্দিষ্ট সীমানার মধ্যে চলে আসে, তাহলে ওই ক্যামেরা সহজেই তাকে চিহ্নিত করতে পারবে। আরপিএফ জওয়ানদের কাছে চলে যাবে সেই তথ্য। অভিযুক্তকে দ্রুত ধরা সম্ভব হবে বলেই শিয়ালদহ ডিভিশনে রেলের আধিকারিকরা জানিয়েছেন।

২০২৬ সালের মধ্যে মোট ৫০০টি ক্যামেরা শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। বর্তমানে শিয়ালদহে মোট ২৪০টি ক্যামেরা রয়েছে, কিন্তু সেগুলি নয়া প্রযুক্তির নয়। যে কারণেই এই নয়া আধুনিক ক্যামেরা বসিয়ে অপরাধীদের ধরা সম্ভব পর হবে বলেই দাবি আরপিএফ সূত্রে।