AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Metro Rake: পুজোর আগে মসৃণ পরিষেবা দিতে বদ্ধপরিকর Kolkata Metro, চিন থেকে এল নতুন রেক!

Kolkata Metro, CRRC Dalian Rake: হাতে আর মাত্র ২০ দিনও নেই। পুজো আসছে। পুজোর সময় মেট্রোয় চাপ আরও বাড়বে। আর সেই চাপ সামাল দিতে প্রয়োজন আরও মেট্রো রেক। আর এবার চিন থেকে মোট ১৬টি নতুন মেট্রো কোচ বা ২টি রেক এসে পৌঁছল কলকাতায়।

New Metro Rake: পুজোর আগে মসৃণ পরিষেবা দিতে বদ্ধপরিকর Kolkata Metro, চিন থেকে এল নতুন রেক!
Image Credit: https://x.com/metrorailwaykol
| Updated on: Sep 12, 2025 | 2:54 PM
Share

কলকাতার ইস্টওয়েস্ট মেট্রো চালু হওয়ায় একলাফে যাত্রী বেড়েছে মেট্রোয়। একই সঙ্গে যাত্রী চাপ বেড়েছে উত্তর-দক্ষিণ লাইনে। আর প্রায় একই সময় সমস্যার কারণে বন্ধ রয়েছে উত্তর-দক্ষিণ লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষ। ফলে, প্রায়শই একাধিক সম্মুখীন হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। মাঝে মাঝেই বাতিল হয়ে যাচ্ছে ট্রেন। ব্যাহত হচ্ছে পরিষেবা।

হাতে আর মাত্র ২০ দিনও নেই। পুজো আসছে। পুজোর সময় মেট্রোয় চাপ আরও বাড়বে। আর সেই চাপ সামাল দিতে প্রয়োজন আরও মেট্রো রেক। আর এবার চিন থেকে মোট ১৬টি নতুন মেট্রো কোচ বা ২টি রেক এসে পৌঁছল কলকাতায়। ফলে মনে করা হচ্ছে পুজোর আগে এই রেক চালু করে দেওয়া গেলে পুরনো রেকগুলোর উপর চাপ কমবে অনেকাংশে। চিনা সংস্থা সিআরআরসি ডালিয়ান এই কোচ তৈরি করেছে। তবে কলকাতা মেট্রোর টেকনিক্যাল টিম ছাড়পত্র না দিলে এই কোচ পরিষেবা দেওয়া শুরু করতে পারবে না বলেই জানা গিয়েছে।

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ‘ম্ভ স্প্রিং সাইন’ জাহাজে করে এই রেকগুলোকে নিয়ে আসা হয়। কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডকে নামানো হয় কোভগুলোকে। সেখান থেকে রেল লাইনের উপর দিয়ে সেই রেক নিয়ে চলে যাওয়া হয় কলকাতা মেট্রোর মেন্ট্যানেন্স ইয়ার্ডে।

এর আগেও চিনের ডালিয়ান থেকে কোচ ও রেক এসেছে কলকাতায়। এখনও পর্যন্ত মোট ৯টি রেক এসেছে কলকাতায়। এর মধ্যে ৭টি রেক তার পরিষেবা দিচ্ছে। প্রথম রেকটি আসে ২০১৯ সালের ৩ মার্চ। যা পরিষেবা দেওয়া শুরু করে ২০২৩ সালের ১৭ মার্চ।

উল্লেখ্য, সিআরআরসি ডালিয়ান রেক ছাড়াও আইএসএফ মেধা রেক, আইসিএফ ভেল রেক পরিষেবা দেয় কলকাতা মেট্রোয়। এ ছাড়াও কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চলে বিইএমএল বা ভারত আর্থ মুভার্স লিমিটেড।