AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘বিতর্ক ধামাচাপা দিতে চায় NIA, তাই SP বদল’, এক্স হ্যান্ডেলে পোস্ট করে আরও বিস্ফোরক কুণাল

Kunal Ghosh: সম্প্রতি এনআইএ কর্তার সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠকের অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত পৌঁছেছে তৃণমূল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার সংসদ ভবনের অদূরে নির্বাচন কমিশনের বাইরে তপ্ত রয়েছে রাজধানীর রাজপথ

Kunal Ghosh: 'বিতর্ক ধামাচাপা দিতে চায় NIA, তাই SP বদল', এক্স হ্যান্ডেলে পোস্ট করে আরও বিস্ফোরক কুণাল
কুণাল ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2024 | 12:29 PM
Share

কলকাতা: NIA-SP বিতর্কের মাঝে বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের দাবি, বিজেপির সঙ্গে যোগসাজসের অভিযোগ উঠতেই তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয়েছে এনআইএ এসপি ধনরাম সিংকে। কুণাল দাবি করেছেন, ইতিমধ্যেই দিল্লির বিমানে উঠেও গিয়েছেন তিনি। তাঁর জায়গায় আসছেন পাটনার আইপিএস রাকেশ রোশন। বিতর্কিত মামলাটি এবার থেকে নাকি তিনি দেখবেন। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তেমনটাই দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। যদিও এনআইএ-এর তরফ থেকে কোনও প্রাতিষ্ঠানিক প্রেস বিবৃতি দেওয়া হয়নি।

সম্প্রতি এনআইএ কর্তার সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠকের অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত পৌঁছেছে তৃণমূল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার সংসদ ভবনের অদূরে নির্বাচন কমিশনের বাইরে তপ্ত রয়েছে রাজধানীর রাজপথ। ধরনা অবস্থানে ডেরেক ও’ব্রায়েন-সহ তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। অভিযোগ উঠেছে, তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের দেড় ঘণ্টা রাস্তায় ঘুরিয়ে দিল্লির মন্দিরমার্গ থানায় নিয়ে গিয়েছে। সেখানেও ধরনা করেছেন তৃণমূলের প্রতিনিধিরা। আজও প্রতিবাদে মন্দিরমার্গ থানার বাইরে ধরনায় বসেছেন তাঁরা।

তৃণমূলের অভিযোগ, “NIA-র একজন অফিসারের বাড়িতে গিয়ে বিজেপি-র নেতারা লিস্ট দিয়ে আসছেন। মুখ্যমন্ত্রীও এই কথাই বলছেন।” কুণালের দাবি, বিজপি নেতাই লিস্ট বানিয়ে দিয়ে আসছে, কোন কোন তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে। এনআইএ কর্তার সঙ্গে বিজেপি নেতার বৈঠকের অভিযোগের মাঝেই এবার বিস্ফোরক দাবি করলেন কুণাল।

যদিও এ প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই। স্বাধীন তদন্তকারী সংস্থা কীভাবে চলবে, সেটা নিয়ে রাজ্য বিজেপির কিছু বলার থাকবে না। কুণালবাবুরাই যখন এনআইএ সম্পর্কে এত কিছু জানেন, তাহলে বুঝে নিতে হবে, এনআইএ-এর সঙ্গেই কুণাল ঘোষদের ঘনিষ্ঠতা রয়েছে। এনআইএ-এর এসপি বদল হোক বা না হোক, তাতে তদন্তের গতিমুখ বদলাবে না। যেখানে যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর যেখানে যেখানে শাসকদলের কর্মীরা যুক্ত রয়েছেন, তাঁরা প্রত্যেকেই শাস্তি পাবেন।”