Metro Service: ফের মেট্রোয় মরণঝাঁপ, বন্ধ ট্রেন চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা
Kolkata Metro: সেন্ট্রাল মেট্রো স্টেশনে সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ আপ লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর মুখী লাইনে এক যাত্রী ঝাঁপ দেন। এর জেরেই বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। প্রায় আধ ঘণ্টা ধরে মেট্রো চলাচল বন্ধ।

কলকাতা: আবার ব্য়াহত মেট্রো পরিষেবা। মেট্রোয় মরণঝাঁপ, তার জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। গিরীশ পার্ক থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশন পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। দুপুর ১২টা থেকে বন্ধ মেট্রো পরিষেবা। ১২টা ৫৫ মিনিট নাগাদ মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়। প্রায় ১ ঘন্টা মেট্রো পরিষেবা বিঘ্নিত ছিল এক যাত্রীর আত্মহত্যার কারণে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল মেট্রো স্টেশনে সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ আপ লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর মুখী লাইনে এক যাত্রী ঝাঁপ দেন। স্টেশনে মেট্রোটি যখন ঢুকছিল, সেই সময়ই ওই যাত্রী ঝাঁপ দেন। এর জেরেই বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। প্রায় আধ ঘণ্টা ধরে মেট্রো চলাচল বন্ধ। বহু স্টেশনে দাঁড়িয়ে রয়েছে মেট্রো। চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা।
বর্তমানে গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। মাঝখানের অংশে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও মেট্রোর আধিকারিকরা। যে যাত্রী ঝাঁপ দিয়েছেন, তিনি বেঁচে আছেন না মারা গিয়েছেন, তা এখনও জানা যায়নি।

