AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro Security: ৬ মেট্রো স্টেশনের দায়িত্বে মাত্র ১০০ RPF? নামেই বজ্রআঁটুনি, আদতে ফস্কা গেরো?

Kolkata Metro News: শুক্রবারের ঘটনা নিয়ে উদ্বেগের মেঘ নিত্যযাত্রীদের মনেও। এক যাত্রী বলছেন, “আমরা কোনওদিন ভাবতেও পারিনি দক্ষিণেশ্বরের মতো জায়গায় এমন ঘটনা ঘটতে পারে। ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকেও এবার ভাবতে হবে, পুলিশকেও আরও তৎপর হতে হবে।”

Kolkata Metro Security: ৬ মেট্রো স্টেশনের দায়িত্বে মাত্র ১০০ RPF? নামেই বজ্রআঁটুনি, আদতে ফস্কা গেরো?
যাত্রীদের মধ্যে বাড়ছে উদ্বেগ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2025 | 4:36 PM
Share

কলকাতা: একদিন আগেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। সহপাঠীর হাতে খুন হয়ে গিয়েছেন একাদশ শ্রেণির ছাত্র। তারপর থেকেই ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে কলকাতা মেট্রোর নিরাপত্তা নিয়ে। এদিকে পরিস্থিতি দেখে অনেকেই বলছেন গলদটা গোড়াতেই। কারণ, ৬টি স্টেশনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র ১০০ আরপিএফ। এই ৬টি মেট্রো স্টেশনের মধ্য়ে দক্ষিণেশ্বেরের মতো গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনও রয়েছে। 

যেখানে চারটি গেট, ব্যাগ স্ক্য়ানার, মেটাল ডিটেক্টর, সিসিটিভি, স্টেশনের নিরাপত্তার জন্য অফিস মিলিয়ে প্রায় ৫০ স্টাফ দরকার সেখানে অর্ধেকেরও কম লোক দিয়ে চলছে কাজ। অভিযোগ পর্যাপ্ত কর্মী না থাকায় বাড়াছে কাজের সময়ও। অনেকেই বলছেন, শুক্রবার যদি কর্মী বেশি থাকত তাহলে এমন ঘটনা ঘটত না। চাকরি বাঁচাতে মুখ খুলছেন না আরপিএফ কর্মীরা। 

এদিকে শুক্রবারের ঘটনা নিয়ে উদ্বেগের মেঘ নিত্যযাত্রীদের মনেও। এক যাত্রী বলছেন, “আমরা কোনওদিন ভাবতেও পারিনি দক্ষিণেশ্বরের মতো জায়গায় এমন ঘটনা ঘটতে পারে। ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকেও এবার ভাবতে হবে, পুলিশকেও আরও তৎপর হতে হবে।” আর এক যাত্রী বলছেন, “মনে তো একটা আতঙ্ক আছে। কাল ওর সঙ্গে হয়েছে আজ তো আমার সঙ্গেও হতে পারে। পরশু অন্য একজনের সঙ্গে হতে পারে। নিরাপত্তা আরও বাড়ানো উচিত।”