Eco Park: বছরের প্রথম দিনে হাড্ডাহাড্ডি লড়াই ইকো পার্ক আর চিড়িয়াখানার, জিতল কে?

Ranjit Dhar | Edited By: সঞ্জয় পাইকার

Jan 01, 2025 | 11:00 PM

Eco Park: নতুন বছরের প্রথম দিনে পশু-পাখি দেখতে আলিপুর চিড়িয়াখানায় উপচে পড়েছিল ভিড়। পশু-পাখি দেখার ফাঁকে জমিয়ে খাওয়া-দাওয়াও চলে। ইকো পার্কেও ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের নিরিখে চিড়িয়াখানা ও ইকো পার্কের হাড্ডাহাড্ডি লড়াই চলল দিনভর।

Eco Park: বছরের প্রথম দিনে হাড্ডাহাড্ডি লড়াই ইকো পার্ক আর চিড়িয়াখানার, জিতল কে?
ভিড়ের নিরিখে ইকো পার্ক ও চিড়িয়াখানার মধ্যে জিতল কে?

Follow Us

কলকাতা: বছরের প্রথম দিন। ঠান্ডার আমেজ। ছুটির মেজাজ। কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় জমালেন আট থেকে আশি। খেলাধুলো। খাওয়া-দাওয়া। বছরের প্রথম দিনে কালো মাথায় ভরে গেল পর্যটন কেন্দ্রগুলি। বছরের প্রথম দিনে পরিবেশ বান্ধব ইকো পার্কে উপচে পড়ল ভিড়। ৯১ হাজার ৬৮৩ জন এদিন সেখানে পা রাখেন।

জাঁকিয়ে শীত নেই। তবে রয়েছে হালকা শীতের আমেজ। সকাল থেকেই মিঠে রোদে ইকোপার্ক, নিকো পার্ক, সায়েন্সসিটি, আলিপুর চিড়িয়াখানায় ভিড় জমান মানুষ। বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য বিশেষ বাসও দেখা যায় রাস্তায়। হইহই করে তা চড়ে বসেন সাধারণ মানুষ।

নতুন বছর মানেই একটু আলাদা মেজাজে বন্ধু-বান্ধব, পরিবার, প্রিয়জনের সঙ্গে ঘুরে বেড়ানো। নতুন বছর মানে আনন্দ উপভোগ। শহর এবং শহরতলি এবং রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন পরিবেশ বান্ধব ইকো পার্কে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের প্রথম দিনে ইকো পার্কে ভিড় করেছিলেন ৯১ হাজার ৬৮৩ জন।

এই খবরটিও পড়ুন

বছরের প্রথম দিনে ইকো পার্কের ভিড়ের ছবি

নতুন বছরের প্রথম দিনে পশু-পাখি দেখতে আলিপুর চিড়িয়াখানায় উপচে পড়েছিল ভিড়। পশু-পাখি দেখার ফাঁকে জমিয়ে খাওয়া-দাওয়াও চলে। আলিপুর চিড়িয়াখানায় বছরের প্রথম দিনে পা রাখেন ৮৫ হাজার ৪৫৬ জন। ভিড়ের নিরিখে ইকো পার্কের কাছে কয়েক হাজারের ব্যবধানে ‘হার’ স্বীকার করতে হল আলিপুর চিড়িয়াখানাকে।

আর পরিবার বান্ধব বিনোদন পার্ক নিকো পার্কেও প্রথম দিনে মানুষ জয়রাইডের আনন্দ উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন। সেখানে পা রাখেন ৬ হাজার ৬২৩ জন।

 

Next Article