Pahalgam Attack: কমান্ডো কায়দায় প্রশিক্ষিত জঙ্গিদের বাছাই করেই পাঠানো হয়েছিল অপারেশনে, পহেলগাঁও হামলায় বড় তথ্য
Pahalgam Attack: ট্রেন সম্পূর্ণ হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। সেখানকার লঞ্চপ্যাড ও পাকিস্তানের ব্যাঙ্কারে মূলত জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে খবর। মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে এও খবর রয়েছে, যে ট্রেনিং দেওয়া হয়েছে, তা সবাইকে দেওয়া হয় না।

কলকাতা: পহেলগাঁও হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য। পহেলগাঁওতে যে জঙ্গিরা নারকীয় হত্যালীলা চালিয়েছে, তাদের রীতিমতো সেনার প্রশিক্ষণ দেওয়া হত। সূত্রের খবর, ভারতীয় সেনার ওপর হামলার চালানোই লক্ষ্য ছিল আইএসআই-এর। কাশ্মীরে এই মুহূর্তে অন্ততপক্ষে ১৫-২০ জন লস্কর কমান্ডার লুকিয়ে রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। তাদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।
ট্রেন সম্পূর্ণ হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। সেখানকার লঞ্চপ্যাড ও পাকিস্তানের ব্যাঙ্কারে মূলত জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে খবর। মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে এও খবর রয়েছে, যে ট্রেনিং দেওয়া হয়েছে, তা সবাইকে দেওয়া হয় না। জঙ্গিদের মধ্যে থেকে বাছাই করেই এই ট্রেনিং দেওয়া হয়েছিল।
পাকিস্তানের কমান্ডোদের যে ট্রেনিং দেওয়া হয়, সেই কায়দাতেই জঙ্গিদের এসএসজি ট্রেনিং অর্থাৎ স্পেশাল সার্ভিস গ্রুপ করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সুড়ঙ্গ দিয়ে যাওয়া, গুলি চালনার কায়দা, এই সবই ট্রেনিং দেওয়া হয়েছিল জঙ্গিদের।
উল্লেখ্য,পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু নিধনের ১৪ দিন পার হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত অধরা জঙ্গিরা। জানা যাচ্ছে, সেনা চাইছে এই হত্যাকারীদের জীবিত গ্রেফতার করতে। তাই যথেষ্ট সাবধনতার সঙ্গে অপারেশন চালাতে হচ্ছে। এনআইএ সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তান থেকে আসা মোসা ও তালহা ভাই তারা দীর্ঘদিন পাহাড়ের জঙ্গলে লুকিয়ে থেকে অপারেশন চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ তাদের রয়েছে। তাদের গতিবিধি সীমিত করে দেওয়া হচ্ছে সেনার তরফে। তাদের চারপাশের বৃত্তটা সেনা দ্বারা ঘিরে ফেলা হয়েছে।

