ED: এক হল ‘রাজা’ আর দুই হল ‘রাজা বানানোর কারিগর’, বালু-পার্থকে এক পংক্তিতে বসাচ্ছে ED

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 11, 2024 | 8:03 PM

ED: এদিন সওয়াল করতে গিয়ে ইডি-র আইনজীবী ধীরজ দ্বিবেদী বলেন, 'জ্যোতিপ্রিয় মল্লিক হলে কিংপিন। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। সুযোগ পেলে কী করতে পারেন তা আমরা পিজি হাসপাতালে চিরকুটের ঘটনায় দেখেছি।'

ED: এক হল রাজা আর দুই হল রাজা বানানোর কারিগর, বালু-পার্থকে এক পংক্তিতে বসাচ্ছে ED

Follow Us

কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকাতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রভাবশালী অস্ত্রেই বালুর জামিন আটকাতে চায় কেন্দ্রীয় সংস্থা। তিনি যে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, সে কথা বুধবার ফের আদালতে মনে করিয়ে দিলেন ইডি-র আইনজীবী। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মামলাতেও বারবার প্রভাবশালী তত্ত্বের কথা উল্লেখ করে কেন্দ্রীয় সংস্থা। আর এদিন সেই তত্ত্বের ব্যাখ্যাও করল ইডি।

এদিন সওয়াল করতে গিয়ে ইডি-র আইনজীবী ধীরজ দ্বিবেদী বলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক হলে কিংপিন। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। সুযোগ পেলে কী করতে পারেন তা আমরা পিজি হাসপাতালে চিরকুটের ঘটনায় দেখেছি।’ ইডি-র দাবি, জামিন পেলে প্রভাব খাটাতে পারেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়।

বিচারক জানতে চান, উনি তো আর মন্ত্রী নন, তাহলে কীভাবে প্রভাব খাটাবেন? ইডি-র দাবি, মন্ত্রী না হলেও এখনও আগের মতোই ‘প্রভাবশালী’ বালু। পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে ইডি বলেন, দুর্নীতিতে ধৃত যাঁরা এখন আর মন্ত্রী নেই (পার্থ, বালু) তাঁরা এখনও সমান প্রভাবশালী। কেন্দ্রীয় সংস্থা উল্লেখ করে, প্রভাবশালী বলেই অন্য একটি মামলায় (পার্থর মামলা) চার্জশিটে অনুমোদন দিচ্ছে না সরকার। অনুমোদন দেবে না তাও বলছে না সরকার। আর তাতেই বিচার আটকে যাচ্ছে।

এই খবরটিও পড়ুন

এই প্রসঙ্গে ইডি-র আইনজীবী মন্তব্য করেন, এক হয় রাজা, আর এক হয় যারা রাজা বানান (One is king and the other is kingmaker)। ধৃত প্রাক্তন মন্ত্রীদের ইঙ্গিত করেই এই মন্তব্য করেন তিনি। জ্যোতিপ্রিয়র জামিন মামলার পরবর্তী শুনানি ২১ ডিসেম্বর।

Next Article