High Court: বুক স্টলের জন্য এবার হাইকোর্টে ছুটল CPIM!

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Oct 08, 2024 | 1:46 PM

High Court: ট্র্যাফিকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, ওখানে স্টল থাকলে যান চলাচলে সমস্যা হবে। ফলে অনুমতি দেওয়া যাবে না। সিপিআইএমের বক্তব্য, পুলিশ কোনও কথাই শুনছে না। তাই বাধ্য হয়েই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে।

High Court: বুক স্টলের জন্য এবার হাইকোর্টে ছুটল CPIM!
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বুক স্টলের জন্যও এবার হাইকোর্ট! অভিযোগ, সিপিআইএমের বুক স্টলের জায়গা দখল করেছে তৃণমূল। সিপিআইএমের বুক স্টলের ব্যানার খুলে লাগিয়ে দেওয়া হয়েছে জাগো বাংলার ব্যানার, তৃণমূলের পতাকা। অভিযোগ, নিয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন সিপিআইএমের বরাহনগর এরিয়া কমিটি সদস্যরা। 

ট্র্যাফিকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, ওখানে স্টল থাকলে যান চলাচলে সমস্যা হবে। ফলে অনুমতি দেওয়া যাবে না। সিপিআইএমের বক্তব্য, পুলিশ কোনও কথাই শুনছে না। তাই বাধ্য হয়েই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। যদিও এদিন মামলার শুনানি থাকলেও সেই শুনানি হচ্ছে না। আদালত তেমনই জানিয়েছে বলে দাবি সিপিআইএম নেতৃত্বের।

ডানলপ মোড়ে এই বুক স্টল বসার কথা ছিল। গত ৫৫ বছর ধরে পুজোর সময় একই জায়গায় বসছে বুক স্টল। ৫৫ বছর পেরিয়ে এবার ৫৬ বছর বয়স হতো ওই স্টলের, তেমনই বলছেন সিপিআইএম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, পুজোর জন্য বহু জায়গা বন্ধ হচ্ছে। তাঁদের স্টল এর জায়গা ছোট। তাও পুলিশ গা জোযারি করে আটকে দিচ্ছে। যদিও পুলিশের দাবি, যান চলাচলের সমস্যার কথা ভেবেই তাঁদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। একটা বুক স্টলের জন্য জনস্বার্থে আঘাত আনা যায় না। এদিকে জল হাইকোর্টে গড়ালেও সেখান থেকে শেষ পর্যন্ত কী নির্দেশ আসে সেদিকে নজর রয়েছে সব পক্ষের। 

Next Article