Priyanka Sau: বাঘাযতীন বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হবেন প্রিয়ঙ্কা, হাতে এল SSC রেকমেন্ডেশন লেটার

Priyanka Sau: হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত চাকরি পাচ্ছেন  ‘প্রতিবাদী’ প্রিয়ঙ্কা সাউ। আগামী কয়েক দিনের মধ্যেই নিয়োগপত্র হাতে পেতে চলেছেন তিনি।

Priyanka Sau: বাঘাযতীন বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হবেন প্রিয়ঙ্কা, হাতে এল SSC রেকমেন্ডেশন লেটার
প্রিয়ঙ্কা সাউ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2022 | 12:32 PM

কলকাতা: কালীপুজোর আগেই মুখে হাসি ফুটল ঢাকুরিয়ার প্রিয়ঙ্কা সাউয়ের (Priyanka Sau) মুখে। বেকারত্বের জ্বালা ঘুচিয়ে শেষ পর্যন্ত চাকরি পেতে চলেছেন প্রিয়ঙ্কা। ইতিমধ্যেই এসএসসির রেকমেন্ডেশন লেটার (SSC Recommendation letter) হাতে পৌঁছেছেন তিনি। বাঘাযতীন বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিতে চলেছেন তিনি। হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত চাকরি পাচ্ছেন  ‘প্রতিবাদী’ প্রিয়ঙ্কা সাউ। আগামী কয়েক দিনের মধ্যেই নিয়োগপত্র হাতে পেতে চলেছেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে, আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রিয়ঙ্কার হাতে নিয়োগপত্র দেওয়ার জন্য। সেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যে নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন বলে আশাবাদী প্রিয়ঙ্কা। ইতিমধ্যেই তাঁর হাতে এসে পৌঁছেছে এসএসসির রেকমেন্ডেশন লেটার।

প্রসঙ্গত, ২০১৭ সালের মেধাতালিকা অনুযায়ী মহিলা ক্যাটেগরিতে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় তাঁর নাম ছিল ওয়েটিং লিস্টে। তাঁর নম্বরের থেকে অন্যদের নম্বর বেশি ছিল। এদিকে পরবর্তী সময়ে দেখা যায়, প্রিয়ঙ্কা যে নম্বর পয়েছেন, তার থেকে কম নম্বর পেয়েও একজন নিয়োগ পেয়ে গিয়েছেন। অথচ প্রিয়ঙ্কাকে কাউন্সেলিং-এর জন্য ডাকা হয়নি। এমনকী কিছু জানানোও হয়নি। সেই কারণেই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে চাকরি পেতে চলেছেন প্রিয়ঙ্কা সাউ।

উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে ববিতা সরকারও চাকরি পেয়েছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে সরিয়ে ববিতাকে নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের সেই নির্দেশের পর ইতিমধ্যেই চাকরি করছেন ববিতা সরকার। এবার প্রিয়ঙ্কা সাউও চাকরি পেতে চলেছেন। ইতিমধ্যেই তাঁর কাছে এসএসসি রেকমেন্ডেশন লেটার পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্য়ে নিয়োগপত্রও হাতে পেতে চলেছেন তিনি। শীঘ্রই বাঘাযতীন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেবেন প্রিয়ঙ্কা।