AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dengue in Kolkata: ডেঙ্গি দমনে পুজোর ছুটি বাতিল পুর স্বাস্থ্যকর্মীদের, পুজো কমিটিগুলির কাছেও যাচ্ছে বিশেষ নির্দেশিকা

Dengue in Kolkata: বৈঠকে ঠিক হয়েছে মশাবাহিত সংক্রমণ দমনে বাড়বে ড্রোনের ব্যবহার। চিহ্নিত করা হবে মশার আঁতুড়ঘরগুলিকে। ডেঙ্গিতে কেউ আক্রান্ত হয়েছেন, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির বাড়িতে ভেকট্রার কন্ট্রোল কর্মীদের যেতে হবে।

Dengue in Kolkata: ডেঙ্গি দমনে পুজোর ছুটি বাতিল পুর স্বাস্থ্যকর্মীদের, পুজো কমিটিগুলির কাছেও যাচ্ছে বিশেষ নির্দেশিকা
প্রতীকী ছবি। গ্রাফিক্স- অভীক দেবনাথImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 8:36 PM
Share

কলকাতা: ডেঙ্গি উদ্বেগ বেড়েছে গোটা রাজ্যেই। শহর থেকে জেলা, সর্বত্রই হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে কলকাতায় ডেঙ্গি দমনে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নামছে কলকাতা পুরনিগম। বাতিল হয়ে গেল পুরনিগমের সমস্ত স্বাস্থ্যকর্মীদের ২ মাসের ছুটি। একইসঙ্গে ডেঙ্গি নিয়ে নোটিস দেওয়া হল পুজো কমিটিগুলিকে। প্রসঙ্গত, হাতে আর মাত্র কটা দিন। তারপরেই পড়ে যাবে ঢাকে কাঠি। শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মেতে উঠবে আপামর বাঙালি। তার আগেই ভয় বাড়াচ্ছে ডেঙ্গি। 

অক্টোবর ও নভেম্বর এই দু মাস ধরেই উৎসবের এই মরশুম চলবে। এরইমধ্যে মশাবাহিত রোগ ডেঙ্গি ও ম্যালেরিয়ার বাড়বাড়ন্তে বিপাকে পড়েছে কলকাতা পুরনিগম। এই অবস্থায় শহরের মশাবাহিত রোগ ডেঙ্গি, ম্যালেরিয়াকে নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে। সেই সঙ্গেই শহরের সব পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠাতে চলেছে কলকাতা পুরনিগম। এদিন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী, কলকাতা পুরসভার চিকিৎসকদের উপস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সে ১৬টি বোরো হেলথ এক্সিকিউটিভ অফিসারদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। 

ঠিক হয়েছে, মশাবাহিত সংক্রমণ দমনে বাড়বে ড্রোনের ব্যবহার। চিহ্নিত করা হবে মশার আঁতুড়ঘরগুলিকে। ডেঙ্গিতে কেউ আক্রান্ত হয়েছেন, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির বাড়িতে ভেকট্রার কন্ট্রোল কর্মীদের যেতে হবে। যদি খবর পাওয়ার পরও কোনও পুর স্বাস্থ্যকর্মী আক্রান্তের এলাকায় বা বাড়িতে না যান, বা সময় তো রিপোর্ট না দেন, তাহলে তাঁকে শাস্তির মুখেও পড়তে হবে। 

একইসঙ্গে, কলকাতার সমস্ত পুজো কমিটিদের পুরসভার তরফ থেকে সতর্কীকরণ নোটিস পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। প্যান্ডেল তৈরির জন্য যে সমস্ত গর্ত করা হচ্ছে সেগুলিকে বালি দিয়ে বন্ধ করে দিতে হবে। বাঁশের মুখগুলিও বালি দিয়ে বন্ধ করে দিতে হবে। প্যান্ডেলের চারপাশে কোথাও যাতে জল বা আবর্জন না জমে, সেদিকে রাখতে হবে বিশেষ খেয়াল। 

প্রসঙ্গত, এ বছর ডেঙ্গি আক্রান্ত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ২৭০০ ছাড়িয়েছে।। গতবছর ডেঙ্গি আক্রান্তের সংক্রান্ত ছিল ২৪০০। অন্যদিকে অতীন ঘোষ জানিয়েছেন, শহরে এই মুহূর্তে ৫৭ নম্বর ওয়ার্ড কামারডাঙা রেল কোয়ার্টারের ব্যবস্থা খুব খারাপ। এ নিয়ে রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার তোড়জোড়ও চলছে। একইসঙ্গে অবস্থা খারাপ যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও। পাশাপাশি শোচনীয় অবস্থা মেডিক্যাল কলেজগুলিরও। চলতি সপ্তাহে এই সমস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন অতীনবাবু।