AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Tainted List: দাগি-তালিকায় পঞ্চায়েতের তৃণমূল নেত্রীর স্বামী-ননদ, যাচ্ছেন আদালতে

SSC Tainted List: সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিমল বলেন, "নিয়ম মেনে, পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলাম। তারপরও কী কারণে অযোগ্য তালিকায় নাম এল জানতে চাই।"

SSC Tainted List: দাগি-তালিকায় পঞ্চায়েতের তৃণমূল নেত্রীর স্বামী-ননদ, যাচ্ছেন আদালতে
পরিমল মণ্ডলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 01, 2025 | 1:36 PM
Share

রাজারহাট: স্কুল সার্ভিস কমিশনের দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ পাওয়ার পর একের পর এক তৃণমূল নেতার নাম সামনে এসেছে। তালিকায় রয়েছে নেতাদের আত্মীয়দের নামও। হুগলি, বীরভূম, দিনাজপুর সহ একাধিক জেলায় দেখা গিয়েছে একই ছবি। এবার রাজারহাট। পঞ্চায়েত সহ সভাপতির স্বামী ও ননদের নাম রয়েছে দাগি-তালিকায়।

অযোগ্যদের তালিকায় রয়েছেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজাতা মণ্ডলের স্বামী পরিমল মণ্ডল এবং তাঁর দিদি কাবেরী মণ্ডলের নাম। পরিমলের দাবি, অযোগ্যদের তালিকায় কীভাবে উঠল নাম, তা তিনি বুঝতে পারছেন না। সেই প্রশ্ন নিয়েই আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি। বাঙ্গুর নারায়ণ দাস মেমোরিয়াল স্কুলের শিক্ষক ছিলেন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিমল বলেন, “নিয়ম মেনে, পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলাম। তারপরও কী কারণে অযোগ্য তালিকায় নাম এল জানতে চাই।” তাঁর বক্তব্য, ওএমআর জালিয়াতি, র‌্যাঙ্ক জাম্প বা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি- এর কোনওটাই হয়নি।

আপাতত আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধুমাত্র সহ সভাপতির স্বামী নন, পরিমল নিজেও ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত। সেই সময়ই ২০১৬-র নবম-দশমের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পান পরিমল।

রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর বলেন, “কে কীভাবে চাকরি পাচ্ছে। এটা তার ব্যক্তিগত ব্যাপার। দলের পক্ষ থেকে কেউ কিছু করেনি। আর আপাতত এটা বিচারাধীন বিষয়।”

শুধু পরিমল বা কাবেরী নয়, হুগলিতে দাপুটে তৃণমূল নেতা বিভাস মালিক ও তাঁর স্ত্রী সন্তোষি মালিক, খানাকুলের জেলা পরিষদ সদস্যা সাহিনা সুলতানার মতো অনেক শাসক দলের নেতা-নেত্রীর নাম রয়েছে দাগি তালিকায়। নাম রয়েছে একাধিক তৃণমূল কাউন্সিলরের।