Ram Politics in Bengal: বঙ্গে রাম রাজনীতি: বাংলায় প্রেমিক রামের কাছে ‘পরাজিত’ অযোধ্যার তীর-ধনুকধারী রামলালা!
Difference between Ram of Bengal and Ramlala: 'আমাদের কাছে রাম আধ্যাত্মিকতার থেকে বেশি ধার্মিক। আর বাঙালির মনে ধর্ম নিয়ে যে ভাব রয়েছে সবটুকু ভালবাসা। আমরা ধর্মটা ভালবাসি, বৈদি ভক্তিতে বিশ্বাস করি না। আমরা ভক্ত হতে ভালবাসি। আমরা শ্রীরাম, চৈতন্যদেব, শ্রীকৃষ্ণের পুজো যেভাবে করি সেটা ভালবাসা ছাড়া কিছু নয়। ভালবাসা না থাকলে গঙ্গারাম, গোবর গনেশ, কেলে কার্তিক, কলির কেষ্ট বলতে পারতাম না। ভালবাসা আছে বলেই তাদের আমরা ঘরের মধ্যে নিয়ে এসেছি।' এটা সম্ভব হয়েছে শ্রীচৈতন্যদেবের ভক্তি আন্দোলনের কারণে।

“হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ… হরে রাম, হরে রাম/রাম রাম…,” অঝোরে বৃষ্টির সঙ্গে চলছে এই রাম নাম। আর তার সঙ্গে শাঁখ-কাঁসরের আওয়াজ। তারস্বরে এই রাম-নাম শুনেই ঘুম ভেঙে গেল রিমার। মাঝবয়সি রিমা তখনও ঠাহর করতে পারছিল না, আদতে কী হচ্ছে, কোথায় হচ্ছে? বাইরের দিকের জানলাটা খোলা। আওয়াজটা আসছে জানলার দিক থেকেই। জানলার দিকে তাকিয়ে রিমা দেখল, বাইরে অন্ধকার নেমে গিয়েছে। তড়িঘড়ি বালিশের পাশে থাকা মোবাইলে সময় দেখল ৭.১০ PM। এ বাবা! সন্ধ্যা হয়ে গিয়েছে! ঝট করে বিছানা ছেড়ে উঠে পড়ল রিমা। কিন্তু, আদতে বাইরে হচ্ছে কী? বিছানা থেকে রিমা জানলায় এসে দাঁড়াতেই অবাক। ঘরের অদূরে বাঁশের মাচানে বসে একদল। তাঁদের মুখ ভর্তি কাঁচা-পাকা দাড়ি।...





