AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee on RG Kar Case: রাজনীতির রঙ না দেখেই কঠোরতম শাস্তি হোক দোষীর, RG Kar কাণ্ডে ফের সরব অভিষেক

RG Kar Case Update: আরজি কর কাণ্ডে একজন নয়, একাধিক ব্যক্তি জড়িত থাকার তত্ত্বই ক্রমশ্য জোরাল হচ্ছে। আর সেই সময়ই অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে আবারও সরব অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্র মারফত জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিলোত্তমা কাণ্ডে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত।

Abhishek Banerjee on RG Kar Case: রাজনীতির রঙ না দেখেই কঠোরতম শাস্তি হোক দোষীর, RG Kar কাণ্ডে ফের সরব অভিষেক
আরজি কর কাণ্ডে সরব অভিষেক।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 14, 2024 | 7:38 AM
Share

কলকাতা: তিলোত্তমা কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কোনও রাজনীতির রঙ না দেখেই অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া উচিত, নিজের ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের একবার নিজের কঠোর অবস্থান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এর আগেই তিনি ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারের মতো কড়া শাস্তির বিধানের দাবি জানিয়েছিলেন।

আরজি কর কাণ্ডে একজন নয়, একাধিক ব্যক্তি জড়িত থাকার তত্ত্বই ক্রমশ্য জোরাল হচ্ছে। আর সেই সময়ই অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে আবারও সরব অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্র মারফত জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিলোত্তমা কাণ্ডে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। এক্ষেত্রে অভিযুক্তরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় রয়েছেন, তা যেন বিচার না করা হয়।

আরজি কর কাণ্ডে কাউকে আড়াল করা হচ্ছে কি না, তা নিয়ে ইতিমধ্য়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সময়ই তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের ঘনিষ্ঠ মহলে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কে কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছেন তা দেখা উচিত না।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)