Doctor’s Death: ‘ব্রুটালি মার্ডার’ করা হয়েছে মহিলা চিকিৎসককে, দেহ দেখে বেরিয়েই বললেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
Doctor's Death: চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল আরজি কর। ইতিমধ্যেই শুরু হয়েছে ময়নাতদন্ত। পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হচ্ছে। আজই রিপোর্ট চাইছেন চিকিৎসকেরা।
কলকাতা: আর জি করে মেডিক্যালের ছাত্রী তথা জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সকাল থেকেই উঠে আসছে একাধিক প্রশ্ন। নাইট ডিউটি চলাকালীন বিশ্রাম নেওয়ার জন্য যে ঘরে গিয়েছিলেন, সেই ঘর থেকেই সকালে উদ্ধার হয়েছে মহিলা চিকিৎসকের দেহ। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে হাসপাতালে। কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করেছেন চিকিৎসকেরা। এবার বিস্ফোরক দাবি করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তাঁর দাবি, খুন করা হয়েছে ওই চিকিৎসককে।
মৃত চিকিৎসক উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা। খবর পেয়ে শুক্রবার হাসপাতালে যান পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। ভিতরে গিয়ে চিকিৎসক ও মৃতার সহপাঠীদের সঙ্গে কথা বলেন তিনি। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সবার দাবি মেনেই ময়নাতদন্ত করা হচ্ছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া চলছে। তবে খুন যে হয়েছে, সে ব্যাপারে প্রায় নিশ্চিত বিধায়ক।
তিনি স্পষ্ট বলেন, “খুন করেছে এতে আমার কোনও সন্দেহ নেই। ব্রুটালি মার্ডার (নৃশংসভাবে খুন) করা হয়েছে। কে করেছেন, তাকে খুঁজে বের করতেই হবে।” কেন নৃশংসভাবে খুনের কথা বলছেন বিধায়ক? এই প্রশ্ন করায় বিধায়ক নির্মল ঘোষ বলেন, “ব্রুটাল মার্ডার বলতে যেটা বোঝেন, সেটাই হয়েছে। পুলিশ ও প্রশাসন বিশেষ গুরুত্ব দিয়েছে বিষয়টাতে। মহিলা চিকিৎসকরাও আছেন।”
অন্যদিকে, ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৃত চিকিৎসকের গালে, ঠোঁটে ও গলায় দাগ ছিল। শরীর ঢাকা ছিল চাদরে। অন্যদিকে, চিকিৎসকের সহকর্মীদের দাবি, অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে দেহ। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)