RG Kar: ‘মেয়ের চোখ থেকে রক্ত বেরিয়েছিল’, বিধানসভায় গিয়ে পথে নামার কথা জানিয়ে দিলেন তিলোত্তমার বাবা-মা
RG Kar Case: তবে উপ নির্বাচনে আন্দোলনের প্রভাব পড়ল না বলে যে চর্চা শুরু হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিলোত্তমার বাবা-মা। তাঁরা আরও একবার স্পষ্ট করে দেন, রাজনীতির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।
কলকাতা: আরজি কর-কাণ্ডের আন্দোলনের তীব্রতা কমেছে। আন্দোলনরত চিকিৎসকরা নিজেদের কাজে ফিরেছেন। উপ নির্বাচনেও আন্দোলনের তেমন কোনও প্রভাব পড়েনি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আন্দোলন যে থামেনি, তা বুঝিয়ে দিলেন খোদ তিলোত্তমার বাবা-মা। মঙ্গলবার সকালে তাঁরা বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানিয়েছেন, আপাতত সাপ্লিমেন্টারি চার্জশিটের অপেক্ষায় আছেন তাঁরা। সেটা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বিধানসভার বাইরে বেরিয়ে তিলোত্তমার বাবা জানান, এদিন সংবিধান দিবস পালিত হচ্ছে, তাই বিচারের আশা নিয়েই বিধানসভায় গিয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘আমরা শুধু সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেখতে চাই। যদি দেখি কোনও ঢিলেঢালা ব্যাপার আছে, তাহলে আমরা পথে নামব।’ শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন বলেও জানিয়েছেন তিলোত্তমার বাবা।
তিলোত্তমা মা বলেন, “মেয়ের মৃত্যুর থেকেও বেশি কষ্ট হয়েছিল সেদিন পুলিশের ব্যবহারে। ওই রাতটা যেন কোনও বাবা-মাকে দেখতে না হয়।” আন্দোলন যে থামবে না, সে কথা স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, “আমার মেয়ের চোখ থেকে রক্ত বেরিয়েছিল। আমি চাই সবাই যেন এই আন্দোলনে আমার পাশে থাকে।”
তবে উপ নির্বাচনে আন্দোলনের প্রভাব পড়ল না বলে যে চর্চা শুরু হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিলোত্তমার বাবা-মা। তাঁরা আরও একবার স্পষ্ট করে দেন, রাজনীতির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।