RR, IPL 2025: ১৩ বছরের বৈভবকে কেন কোটিপতি বানাল পিঙ্ক আর্মি? ফাঁস কোচ রাহুল দ্রাবিড়ের

Vaibhav Suryavanshi: আইপিএলের মেগা নিলামের জন্য যখন নাম রেজিস্টার করেছিলেন বৈভব সূর্যবংশী, সেই সময় তিনি ভাবেননি কোটিপতি হবেন। বিহারের ছেলে বৈভব ভাবতেই পারেন, এ বুঝি স্বপ্ন। কিন্তু আসলে এটাই সত্যি। তাঁকে কেন কোটিপতি বানাল পিঙ্ক আর্মি? ফাঁস করেছেন কোচ রাহুল দ্রাবিড়।

RR, IPL 2025: ১৩ বছরের বৈভবকে কেন কোটিপতি বানাল পিঙ্ক আর্মি? ফাঁস কোচ রাহুল দ্রাবিড়ের
RR, IPL 2025: ১৩ বছরের বৈভবকে কেন কোটিপতি বানাল পিঙ্ক আর্মি? ফাঁস কোচ রাহুল দ্রাবিড়ের Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 26, 2024 | 6:01 PM

কলকাতা: আইপিএল (IPL) এমন এক মঞ্চ যেখানে রাতারাতি নানান ক্রিকেটারকে নিয়ে হইচই পড়ে যায়। সৌদি আরবের জেড্ডায় হওয়া এ বারের মেগা নিলামে লাইমলাইট কেড়ে নিয়েছে এক ১৩ বছরের বাচ্চা। নাম তাঁর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বিহারের সমস্তিপুরের ছেলে হয়তো কল্পনাও করেনি মেগা নিলামে তাঁকে ১.১০ কোটি টাকা দিয়ে কিনবে রাজস্থান রয়্যালস। যতক্ষণে বৈভব বুঝেছেন বাস্তবেই মেগা নিলামে দল পেয়ে তিনি কোটিপতি হয়েছেন, ততক্ষণে পিঙ্ক আর্মির কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ফাঁস করেছেন বছর তেরোর ছেলেকে নেওয়ার রহস্য কী।

আইপিএলের এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিয়োতে রাজস্থান রয়্যালসের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘বৈভব আমাদের ট্রায়ালে এসেছিল। ওর মধ্যে সেই বিষয়টা রয়েছে। আর তাই আমরা ওকে দেখে খুব খুশি হয়েছিলাম।’ অর্থাৎ রাজস্থান কোচের কথায় পরিষ্কার নিলাম টেবিলে বসার আগে থেকেই বৈভবকে দলে নেওয়ার একটা ভাবনা চিন্তা ছিল পিঙ্ক আর্মির। আর নিলামে সফলভাবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে পেরেছে আইপিএলের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন।

বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের ট্রায়ালে যোগ দিয়েছিলেন তাঁর ছেলে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজস্থান ও দিল্লি দুটো দলই ওকে নাগপুর ও দিল্লিতে ট্রায়ালের জন্য ডেকেছিল। নাগপুরে ওকে এক ওভারে ১৭ রান তুলতে বলা হয়েছিল। ও প্রথম তিনটে বলে তিনটে লম্বা ছক্কা হাঁকিয়েছিল। সেই সুবাদেই রাজস্থানে যাওয়ার দাবিদার হিসেবে নিজেকে প্রমাণ করেছিল। একইসঙ্গে দিল্লির ট্রায়ালেও ও অসাধারণ পারফর্ম করেছিল। যে কারণে দিল্লিও আমার ছেলেকে নিলাম থেকে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল।’