Sourav Ganguly: ‘… না হলে’, অস্ট্রেলিয়াকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভয়ঙ্কর সতর্কবার্তা
India vs Australia Test Series: পারথে ম্যাচের সেরার পুরস্কার জিতে অজিদের সমীহ অর্জন করে নিয়েছেন জসপ্রীত বুমরা। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ১-০। সিরিজ এগনোর আগে অস্ট্রেলিয়াকে ভয়ঙ্কর সতর্কবার্তা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
একদিকে বর্ডার-গাভাসকর ট্রফি, অন্য় দিকে আইপিএল অকশন। দুটো দিন যে ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রবল চাপে কেটেছে বলাই যায়। সকালে ভারতের ম্যাচ, বিকেল থেকে অকশন। জেড্ডায় মেগা অকশনের দ্বিতীয় দিন ছিল পারথ টেস্টের চতুর্থ দিন। ভারতীয় দল অবশ্য এতটা সময় নেয়নি। সাড়ে তিন দিনের একটু বেশি সময়ের মধ্যেই অস্ট্রেলিয়াকে পারথে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই সিংহাসনে বসানো হয় ব্যাটারদের। পারথে ম্যাচের সেরার পুরস্কার জিতে অজিদের সমীহ অর্জন করে নিয়েছেন জসপ্রীত বুমরা। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ১-০। সিরিজ এগনোর আগে অস্ট্রেলিয়াকে ভয়ঙ্কর সতর্কবার্তা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ হয়েছে ভারত। অজি সফর নিয়ে নানা নেতিবাচক কথা উঠে এসেছে। ভারত এই সফরে উড়ে যাবে, বিরাট-রোহিতদের ফর্ম নিয়ে সমালোচনা অনেক কিছুই হয়েছে। পারথে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হওয়ার পর তেমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। দুর্দান্ত কামব্যাক। রেজাল্টেই তা পরিষ্কার। মেগা অকশনের চাপ থাকলেও পারথে নজর রেখেছিলেন সৌরভ। অকশনের মাঝে স্টার স্পোর্টসে বলেন, ‘অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে প্রচুর লেখালেখি হয়েছে যে, অস্ট্রেলিয়া আমাদের উড়িয়ে দেবে। এখন দেখাই যাচ্ছে, প্রথম টেস্টে কে কাকে উড়িয়ে দিল।’
এই খবরটিও পড়ুন
সৌরভের মুখে হাসি। সঙ্গে অস্ট্রেলিয়ার জন্য সতর্কবার্তা। যোগ করেন, ‘ইন্ডিয়ান ক্রিকেটে প্রতিভার অভাব নেই। আর অস্ট্রেলিয়াকে পরিষ্কার বলতে চাই-ভালো খেলো, না হলে তোমাদের জন্য দীর্ঘ সিরিজ হতে চলেছে।’ ভারতের ব্যাটিংয়ের চেয়ে বোলিং নিয়ে বেশি উচ্ছ্বাস সৌরভের মুখে। বলছেন, ‘জসপ্রীত বুমরাকে দেখে দুর্দান্ত লাগল। অনবদ্য বোলিং। তেমনই বিরাট কোহলি, ২২ বছরের যশস্বী যে প্রথম বার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলছে। দুর্দান্ত। নীতীশ রেড্ডিকেও খুব ভালো লেগেছে। আমাদের পেসাররা দুর্দান্ত পারফর্ম করেছে। বড় মঞ্চে ঠিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স। এটুকু বলতে পারি, বাকি চার ম্যাচেও অস্ট্রেলিয়াকে প্রবল চাপে রাখবে ভারত।’
“Play well Australia, or otherwise this is gonna be a long series for you”- Sourav Ganguly
Dada is all praises for team India after their incredible win at Optus in the #ToughestRivalry
📺 #AUSvINDOnStar 👉 2nd Test, FRI, DEC 6, 8 AM onwards! | #AUSvIND pic.twitter.com/YNWdnaQ38E
— Star Sports (@StarSportsIndia) November 25, 2024